Advertisement
স্পোর্টস ডেস্ক : গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচে সিগনাল ইদুনা পার্ক স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে খেলতে নামে বার্সেলোনা। খেলা শুরু হওয়ার প্রথম আর্ধে ৪০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে বার্সা ডিফেন্ডার জর্ডি আলবা। তৎক্ষনাত তার ইঞ্জুরির ব্যাপারে বার্সা দল কিছু না বললেও আজ বুধবার স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, ২ সপ্তাহের জন্য মাঠের বাহিরে বসে থাকতে হবে আলবাকে।
তবে আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে অক্টোবরের ২ তারিখ মাঠে ফিরতে পারেন তিনি। খেলতে পারবেন না লা লীগার তিনটি ম্যাচ। অনুপস্থিত থাকবেন গ্রেনাডা, ভিয়েরিয়াল ও গেটাফের বিপক্ষের ম্যাচ গুলোতে।
প্রসঙ্গত, চলতি মৌসুমে লা লীগার টেবিল তালিকায় ৫ নম্বরে আছেন বার্সেলোনা।
সুত্রঃ রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।