স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। যেখানে ম্যাচের ৩৪তম মিনিটে লিওনেল মেসির পেনাল্টি গোলে লিড নেয় আর্জেন্টিনা। এর ৫ মিনিট পর হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তারা
বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল।
ফাইনালে যাওয়ার এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও দলে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের ৩-৫-২ ফরমেশন থেকে সরে এসে আজ ৪-৪-২ ফরমেশন বেছে নিয়েছেন তিনি।
ক্রোয়শিয়ার বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা আকুনার পরিবর্তে দলে আরেকজন অতিরিক্ত মিডফিল্ডার পারেদেসকে দলে নিয়েছেন তিনি। এছাড়াও ফরমেশনের কারণে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাগলিয়াফিকো।
এদিকে, আজও শুরুর একাদশে মাঠে থাকছেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরি সমস্যা থাকার কারণেই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি আর্জেন্টাইন কোচ। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানো একাদশ নিয়েই ৪-৩-৩ ফরমেশনে মাঠে নেমেছে ক্রোয়েশিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।