জুমবাংলা ডেস্ক : দুইদিনে রিটার্ন দাখিল ৯২৫৪টি ও রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৬০৭ কোটি ২৪ লাখ কোটি টাকা। সারাদেশের ২৫২টি ভ্যাট সার্কেলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিটার্ন জমা, রাজস্ব আদায় ও ভ্যাট সেবা দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআর জানায়, দ্বিতীয় দিন প্রথম দিনের চেয়ে ভ্যাট রিটার্ন (দাখিলপত্র) ও রাজস্ব আদায় দুটোই বেড়েছে। দ্বিতীয় দিন প্রথম দিনের চেয়ে ভ্যাট রিটার্ন দাখিল প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ। আর রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে ১৬৮ শতাংশ। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিটি সার্কেল অফিসে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ কঠোরভাবে পালন করা হয়। এসময় প্রতিটি সার্কেলে করোনা সংক্রমণ প্রতিরোধের সব ধরনের নিয়ম পালন করা হয়। বিশেষ করে কর্মকর্তারা পিপিই পরিধান করে রিটার্ন জমা নেয়। আর করদাতাদের প্রবেশে হাত ধোঁয়া, স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখা হয়। জনসমাগম এড়াতে রিটার্ন দাখিল শেষে দ্রুত অফিস ত্যাগ করতে বলা হয়।
দ্বিতীয় দিনে ৫০১৩টি রিটার্ন, ১১৭০.৮৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়। এদিন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম কয়েকটি ভ্যাট সার্কেল পরিদর্শন করেন। তিনি রিটার্ন দাখিল কার্যক্রম ঘুরে দেখেন এবং ভ্যাটদাতাদের সাথে কথা বলেন। তবে রিটার্ন দাখিলে আগত ভ্যাটদাতারা কোন ধরনের অভিযোগ করেন। করোনার দুযোর্গে ঝুঁকি নিয়ে সেবা প্রদান করায় তিনি কর্মকর্তাদের প্রশংসা করেন।
প্রসঙ্গত, প্রথমদিন ৪২৫১টি রিটার্ন ও ৩৩৬ কোটি ৪১ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।