
স্পোর্টস ডেস্ক : বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ উদ্যোগে ও ক্রিকেটার মুশফিকুর রহিমের সহযোগিতায় বগুড়ার বিভিন্ন এলাকায় নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বগুড়া সদর উপজেলার মাটিডালি উচ্চ বিদ্যালয়ে প্রায় শতাধিক পরিবারের মধ্যে নিরাপদ দূরত্ব মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা, সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুসহ অনেকে।
এ কার্যক্রমের অধীনে শহরে মাটিডালি, নিশিন্দারা, সাবগ্রাম, শেখেরকোলা ও বেদেপল্লীর প্রায় সাড়ে ৩ শতাধিক পরিবারের মাঝে পর্যায়ক্রমে চাল, ডাল, তেল, লবণ, মিষ্টি লাউ, আলু, সাবানসহ প্রায় আট ধরনের পণ্য বিতরণ করা হয়।
বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় পুরো কার্যক্রমের সমন্বয় করেছেন কে এম মাছুদুর রহমান বাপ্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।