বিনোদন ডেস্ক: বক্স অফিসে সাফল্যের কাহিনী অব্যাহত রেখেছে ব্রহ্মাস্ত্র (Brahmastra Box Office Collection). আলিয়া (Alia Bhatt) ও রণবীরের (Ranbir Kapoor) কেমিস্ট্রি দর্শকদের ভীষণ পছন্দ হচ্ছে। ছবিটি প্রচুর আয়
করছে। এমনকী সপ্তাহের কাজের দিনগুলোতেও ছবিটি দর্শক টানতে সক্ষম হয়েছে সিনেমা হলে।
ষষ্ঠ দিনে এত আয় করেছে ছবিটি
বক্স অফিসে রেকর্ড ভাঙছে ‘ব্রহ্মাস্ত্র।’ ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে প্রচুর আয় শুরু করে এবং এখনও পর্যন্ত সেই সফর অব্যাহত রয়েছে। আলিয়া ও রণবীরের ছবির ষষ্ঠ দিনের কালেকশনও সামনে এসেছে। ষষ্ঠ দিনেও দারুণ ব্যবসা করেছে ছবিটি। প্রাথমিক ট্রেন্ড অনুসারে, ব্রহ্মাস্ত্র ষষ্ঠ দিনে প্রায় সাড়ে ১১ কোটি টাকা আয় করেছে। এর মাধ্যমে ৬ দিনে ভারতে মোট ১৬১ কোটির সংগ্রহ করেছে ছবিটি।
ফের জীবন্ত সিনেমাহল
যে ঝড়ের গতিতে ছবিটি এগিয়ে চলেছে তাতে এখটা জিনিস স্পষ্ট যে ব্রহ্মাস্ত্র শীঘ্রই এ দেশে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করবে। অন্য দিকে বিশ্বজুড়ে আয়ের নিরিখে বলা যায়, ৩০০ কোটি ছাড়ানোর পথে রয়েছে ছবিটি। ব্রহ্মাস্ত্রের এখন পর্যন্ত আয়ের কথা বললে, মাত্র ৫ দিনেই ১৫০ কোটি ছাড়িয়েছে ছবিটি। এ নিয়ে ৬ দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ১৬১ কোটি টাকা। ব্রহ্মাস্ত্র বলিউডের বক্স অফিসকে পুনরুজ্জীবিত করেছে। থিয়েটারগুলো আবারও আলোকিত হয়ে উঠেছে।
প্রতিদিন কত আয়?
আলিয়া ও রণবীরের ছবি প্রথম দিনেই ভারতে ৩৭ কোটি আয় করে। এরপর দ্বিতীয় দিনে ছবিটি ৪২ কোটি আয় করে। একই সময়ে, ব্রহ্মাস্ত্রের হিন্দি সংস্করণের কথা বলা হলে, ছবিটি ৩১.৫ কোটি সংগ্রহের সঙ্গে অ্যাকাউন্ট খুলেছে। এর পর দ্বিতীয় দিনে আয় করেছে ৩৭.৫ কোটি টাকা। একই সঙ্গে তৃতীয় দিনেও সেরা হয়েছে ছবিটির সংগ্রহ। তৃতীয় দিনে, ব্রহ্মাস্ত্র তার নামে ৩৯.৫ কোটি সংগ্রহ করেছে। চতুর্থ দিনে, ছবিটি সব ভাষায় ১৭ কোটি টাকা সংগ্রহ করেছিল।
ব্রহ্মাস্ত্রে এমন অনেক ফ্যাক্টর রয়েছে যা দর্শকদের খুব পছন্দ হয়েছে। রণবীরের সঙ্গে ছবিতে শাহরুখ খানের ক্যামিও এবং আলিয়ার কেমিস্ট্রি দুর্দান্ত ভাবে দর্শকদের মনে ধরেছে। শাহরুখের ভক্তরা তাদের সুপারস্টারকে চলচ্চিত্রের পর্দায় দেখতে ব্রহ্মাস্ত্রের টিকিট বুক করছেন। ছবিটির ভিএফএক্সও দর্শকদের মুগ্ধ করেছে। এছাড়া অমিতাভ বচ্চন ও মৌনি রায়ের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।