বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি Facebook এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে। এর ফলে কোম্পানির নাম খারাপ হয়েছে, কমেছে গ্রাহক সংখ্যা। কিন্তু এবার ৩০০ কোটি ফেসবুক গ্রাহকের জন্য আরও খারাপ খবর হাজির। তবে কি এই বিপুল পরিমাণ Facebook গ্রাহকের অ্যাকাউন্ট ডিলিট করার সময় এল? বিগত কয়েক বছরে ইতিমধ্যেই বহু ব্যবহারকারী এই কাজ করেছেন।
বিগত কয়েক বছরে Facebook এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে। এর ফলে কোম্পানির নাম খারাপ হয়েছে, কমেছে গ্রাহক সংখ্যা। কিন্তু এবার 300 কোটি ফেসবুক গ্রাহকের জন্য আরও খারাপ খবর হাজির। তবে কি এই বিপুল পরিমাণ Facebook গ্রাহকের অ্যাকাউন্ট ডিলিট করার সময় এল?
ব্যক্তিগত ডেটা সম্পর্কে সচেতন হলে Facebook অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবতে পারেন। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে Facebook কী করে তা নিয়ে কোম্পানির মধ্যেই কোন স্বচ্ছ ধারনা নেই। আপনার ব্যক্তিগত তথ্য কোথায় চলে যাচ্ছে সেই বিষয়েও কোম্পানি ওয়াকিবহাল নয়। বিশ্বে যে প্ল্যাটফর্মগুলি সবথেকে বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের মধ্যে অন্যতম Facebook।
রিপোর্টে Facebook-এ কর্মরত প্রাইভেসি ইঞ্জিনিয়ারদের লেখা নথি ফাঁস হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আমরা উন্মুক্ত সীমানা সহ সিস্টেম তৈরি করেছি। এই উন্মুক্ত সংস্কৃতির ফলাফল একটি উপমা সহকারে ভালোভাবে বর্ণনা করা হয়েছে। ধরুন কালির একটি বোতলে সব ধরনের গ্রাহক তথ্য সঞ্চিত রয়েছে (3PD, 1PD, SCD ইত্যাদি)।”
“এবার আপনি সেই কালি একটি হ্রদের মধ্যে ঢেলে দিলে সেই কালি সর্বত্র ভেসে যাবে।এবার এই কালি আবার বোতলে ভরবেন কিভাবে? কিভাবে আপনি আবার এমনভাবে সেই কালি ঢালবেন যে তা নির্দিষ্ট জায়গায় ছটি পড়ে?” লিখেছেন কোম্পানির ইঞ্জিনিয়াররা।
এখানে 3PD শব্দের অর্থ থার্ড পার্টি ডেটা, 1PD শব্দের অর্থ ফার্স্ট পার্টি ডেটা ও SCD শব্দের অর্থ সেনসিটিভ ক্যাটাগরি ডেটা।
এছাড়াও Facebook এর সেই আভ্যন্তরীণ নথিতে লেখা হয়েছে, “আমরা কখনও নিশ্চিতভাবে বলতে পারি না গ্রাহকের যে কোন তথ্য কোন কাজে ব্যবহার হবে না। কিন্তু নিয়ন্ত্রক সংস্থাগুলি আমাদের সেই কাজ করাতে চায়।”
সমস্যা কোথায়?
এখানে কোথায় সমস্যা দেখা যাচ্ছে? গ্রাহকের ডেটা সংগ্রহ নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ মান তৈরি করেছে ইউরোপ। সেখানে পরিষ্কার জানানো হয়েছে গ্রাহকের কাছ থেকে কোন তথ্য সংগ্রহ করা হলে কী কারণে তা সংগ্রহ করা হল তা জানিয়ে দিতে হবে। অর্থাৎ কোন এক কাজের কথা জানিয়ে কোন তথ্য সংগ্রহ করে তা অন্য কাজে ব্যবহার করা যাবে না।
সাম্প্রতিক নথিতে এই আইন মানতে দেখা যাচ্ছে না ফেসবুককে। এক কাজে ডেটা সংগ্রহ করে তা অন্য কাজে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।
তবে Facebook এর তরফে Meta-র এক মুখপাত্র এই সব অভিযোগকে অস্বীকার করেছেন। কোম্পানির তরফে জানানো হয়েছে, “আমাদের কাজের পদ্ধতি বিস্তারে জানানো হয়নি এই নথিতে। এই রিপোর্টে প্রকাশিত তথ্য অসত্য।”
Facebook ডিলিট করবেন?
বিগত কয়েক বছর ধরেই একের পর এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে Facabook। এর পর থেকে সোশ্যাল প্ল্যাটফর্মে গ্রাহক সংখ্যা করমে শুরু করেছে। এছাড়াও Apple-এর অ্যাপ ট্র্যাকিং বন্ধ হওয়ার পরে বড়সড় ধাক্কার সম্মুখীন হয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানি। নিজের ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে Facebook অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবতে পাতেন। তবে এখনই নিজের অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রস্তুত না হলে ফোন থেকে Facebook অ্যাপ ডিলিট করে ব্রাউজার থেকে ফেসবুক ব্যবহার শুরু করতে পারেন। এইভাবে Facebook এর ডেটা কালেকশন কিছুটা কমাতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।