Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ৩০০ টাকায় মিলবে হেলিকপ্টার
জাতীয়

৩০০ টাকায় মিলবে হেলিকপ্টার

জুমবাংলা নিউজ ডেস্কJanuary 19, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ভাঙাচোরা একটি খাবারের হোটেল। নেই সাইনবোর্ড। হোটেলটির সামনে দাঁড়ালে শোনা যায়, হাঁকডাকে মাত্র ৩০০ টাকায় হেলিকপ্টার বিক্রি করছেন দোকানি। প্রশ্ন আসতেই পারে, এই দামে আবার কেমন হেলিকপ্টার? আদতে এই হেলিকপ্টারগুলো কোনো প্লাস্টিক কিংবা ধাতুর নয়। এটি বিশেষভাবে তৈরি, ইলিশ মাছের মাথাবিহীন লেজ ভাজা। লেজ দুই দিকে ছড়ানো দেখতে নাকি হেলিকপ্টারের মতো, তাই দোকানি খাবারটির নাম দিয়েছেন হেলিকপ্টার।

৩০০ টাকায় মিলবে হেলিকপ্টার

বিশেষ এই হেলিকপ্টারটি খেতে হলে আপনাদের যেতে হবে শরীয়তপুরের নড়িয়া বাজারের সালাম খাঁনের হোটেলে। অনেকে আবার এই হোটেলকে সুরত খাঁনের হোটেল নামেও ডেকে থাকেন।

দোকানের মালিক সালাম খাঁনের সাথে কথা বলে জানা যায়, এই হোটেলটি অন্তত ১২৬ বছরের পুরনো। সালাম খাঁনের বাবা সুরত খাঁন প্রথম এই হোটেলটি দিয়েছিলেন। তিনি দীর্ঘ ৭০ বছর হোটেলটি পরিচালনা করেছেন। সুরত খাঁনের মৃত্যুর পর তার ছেলে সালাম খাঁন বর্তমানে ৫৬ বছর ধরে হোটেলটি পরিচালনা করে আসছেন। তার হোটেলে বর্তমানে ৭ জন কর্মচারী কাজ করেন। দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন মাছ, দেশী মুরগি আর খাসির মাংস বিক্রি করে ভোজনরসিকদের মন জয় করে আসছে সালাম খানের হোটেলটি। মাটির চুলায় আর শিলপাটায় রান্না করায় এখানের খাবারের মানও থাকে অটুট। এখানের জনপ্রিয় হেলিকপ্টার তৈরির মূল কারিগর সালাম খাঁনের বাবা সুরত খাঁন হলেও, হেলিকপ্টার নাম দিয়েছেন সালাম খাঁন নিজেই।

সালাম খাঁন জানান, অনেকেই কাটার জন্য ইলিশ মাছের লেজ পছন্দ করেন না। তাই লেজটিকে এমনভাবে তৈরি করা হয় যাতে কোনো কাটা থাকবে না। প্রথমে বাজার থেকে পদ্মার ইলিশ মাছ কিনে মাছের লেজটিকে সাইজ করে কেটে বটির সাহায্যে উপরের দিকে থেকে ভেতরের কাটাগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে ফেলা হয়। লেজটিকে এমনভাবে কাটতে হয়, যাতে ভেতরের কাটাগুলো সম্পূর্ণ ছোট ছোট হয়ে মাছের লেজের সাথেই মিশে যায়। এরপর এটিকে কড়াইয়ে ফুটন্ত ডুবো তেলে ভাজা হয়। ব্যাস এ থেকেই হয়ে যায় হেলিকপ্টার। যা মুখে দিলেও কাটা খুঁজে পাওয়া যাবে না।

ভোজেশ্বর এলাকার জয়নাল আবেদিন গোরাপী (৫৫) বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে এই হোটেলে খাওয়া দাওয়া করি। আমি যখন নড়িয়াতে আসি এই সালাম খানের দোকানে দুপুরের খাবার খাই। তার যে ইলিশ মাছের লেজের হেলিকপ্টার এটি তার বাবার আমল থেকেই চলে আসছে। তবে হেলিকপ্টার নামটি সালাম খান দিয়েছেন। কাটা ছাড়া লেজ খেতে সত্যিই দারুণ লাগে।

রনি হাওলাদার নামের এক ভোজনরসিক বলেন, আমি দীর্ঘদিন ধরে সালাম কাকার হোটেলের খাবার খাই। তার হোটেলে তৈরি প্রতিটি খাবার ভীষণ সুস্বাদু একদম বাড়ির তৈরি খাবারের মতো। তার হোটেলের স্পেশাল জিনিসটি হচ্ছে হেলিকপ্টার। অনেকে কাটার ভয়ে ইলিশ মাছের লেজ খায় না। কিন্তু সালাম কাকার হোটেলে ইলিশ মাছের লেজ থেকে কাটা সরিয়ে ভিন্নভাবে তৈরি করা হয়। খেতেও খুব দারুণ।

মোহাম্মদ সবুজ নামের আরেক ব্যক্তি বলেন, প্রথমে আমি যখন খাবার খেতে এই হোটেলে আসি, তখন এসে হেলিকপ্টারের কথা শুনি। একপ্রকার কৌতুহলের বশে খাবারটি চাই। পরে দেখি ইলিশ মাছের লেজ। তবে মুখে দিয়ে দেখি কোনো কাটা নেই, খেতেও বেশ ভালো লেগেছিল। এরপর বেশ কয়েকবার আমি এই হেলিকপ্টার খেয়েছিলাম।

হোটেল মালিক সালাম খাঁন বলেন, আমাদের এই হোটেলটি অনেক পুরাতন। বাবার পরে আমি এখন চালাই। আমার এখানে প্রতিটি খাবার মাটির চুলা আর শীল পাটায় মসলা বেটে রান্না করা হয়। নদীর টাটকা মাছ আর দেশি মুরগি-খাসি রান্না করা হয়। এছাড়া বিশেষ চাহিদার হেলিকপ্টার তো আছেই। যারা একবার হেলিকপ্টার খেয়েছে তারা পরের বার আসলে এই হেলিকপ্টার খাবেই। আমি সব সময় আমার হোটেলের সকল খাবারে বাড়ির তৈরি খাবারের স্বাদ ধরে রাখার চেষ্টা করি। এখানে খাবার পরিবেশনের সময় সালাদ দেয়া হয় না। আমার বাবা দেয়নি তাই আমিও দেই না।

নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, হোটেলটি অনেক পুরোনো, দেখলে কারো পছন্দ হবে না। কিন্তু এই হোটেলের খাবার অনেক স্বাদ। খেলে মনে হয় বাড়ির খাবার খাচ্ছি। যে একবার খাবে, আবার খেতে আসবে। এখানে খাবার রান্না হয় মাটির চুলায় ও লাকড়ি দিয়ে। মশলাগুলো শিলপাটায় বাটা হয়। এমন হোটেল আর একটা খুঁজে পাওয়া মশকিল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৩০০ টাকায়, মিলবে হেলিকপ্টার
Related Posts
economic advisor salehuddin ahmed

সিঙ্গাপুরে হাদির চিকিৎসার সব খরচ দেবে অর্থ মন্ত্রণালয় : সালেহউদ্দিন

December 15, 2025
Information Advisoure

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার : তথ্য উপদেষ্টা

December 15, 2025
এয়ার অ্যাম্বুলেন্স

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

December 15, 2025
Latest News
economic advisor salehuddin ahmed

সিঙ্গাপুরে হাদির চিকিৎসার সব খরচ দেবে অর্থ মন্ত্রণালয় : সালেহউদ্দিন

Information Advisoure

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার : তথ্য উপদেষ্টা

এয়ার অ্যাম্বুলেন্স

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

Hadi

হাদিকে গুলি : আদালতে যে তথ্য দিলেন ফয়সালের স্ত্রী

আনিস আলমগীর

আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

হাদি

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি না নিশ্চিত নয় বিজিবি

হাদি

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার আগে যা বললেন চিকিৎসক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ

সিইসি

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা : সিইসি

ওসমান হাদি

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে যাত্রা করল এয়ার অ্যাম্বুলেন্স

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.