Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ৩০ বছর ধরে শেখ হাসিনার নামে কোরবানি, গোসলে ‘তিব্বত ৫৭০’
    জাতীয়

    ৩০ বছর ধরে শেখ হাসিনার নামে কোরবানি, গোসলে ‘তিব্বত ৫৭০’

    Shamim RezaAugust 14, 20204 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : রাজনীতি, ব্যবসা, চাকরি কিংবা অন্য কোনো পেশা হোক-অল্প দিনের মধ্যে ধনী হওয়ার স্বপ্ন বেশিরভাগ মানুষের। কিন্তু ভালোবাসার টানে বা ভালো কাজ করতে গিয়ে নিজের সর্বস্ব বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করেন না- এমন মানুষও আছে এই সমাজে।

    এমন একজন মানুষের সন্ধান মিলেছে রংপুর মহানগরীর বুড়িরহাট বাহাদুর সিংহ এলাকায়। সহিদার রহমান নামের মানুষটি নিজের তেমন কিছু না থাকলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতি ভালোবাসার টানে কত কিছুই না করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত ২০ বছর কাফনের কাপড় পরে কাটিয়ে দিয়েছেন দীর্ঘদিন। দাফনের আগে বঙ্গবন্ধুকে ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয়েছিল বলে সারা জীবন ওই সাবান দিয়েই গোসল করছেন সহিদার রহমান।

    বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় প্রত্যেক কোরবানি ঈদে পশু কোরবানিও দেন সহিদার। প্রায়ই আয়োজন করেন বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের। এবারের ঈদেও শেখ হাসিনার নামে ৩১তম গরু কোরবানি দিয়েছেন ডা. সহিদার।

       

    মুক্তিযোদ্ধা সহিদার রহমান অবসরপ্রাপ্ত একজন স্বাস্থ্যকর্মী। তিনি একজন পল্লী চিকিৎসকও। এ কারণে এলাকায় ডা. সহিদার নামে পরিচিত তিনি। বয়স প্রায় ষাটের কোঠায়। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত। যেখানেই বঙ্গবন্ধুর ভাষণ কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সেখানেই সহিদার রহমান। বঙ্গবন্ধুর আদর্শ আর নৌকার প্রতি বিরল ভালোবাসা রয়েছে তাঁর। কথায়, পোশাকে কিংবা চলনে-বলনে যে কেউ দেখলেই বুঝতে পারেন সহিদার রহমান একজন নৌকার নিবেদিত প্রাণ।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত ১৯৯০ সালের ১৫ আগস্ট শরীরে কাফনের কাপড় পরেন সহিদার রহমান। ওই অবস্থায় ঘুরে বেড়িয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ২০ বছর পর ২০১০ সালে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিন শরীরের কাফনের কাপড় নামিয়ে পুড়িয়ে ফেলেন। এর পর ওইদিনই গায়ে তোলেন ফাঁসির রায় কার্যকর করার দাবি সম্বলিত টি-শার্ট, যার সামনের অংশে লেখা ছিল ‘বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর কর-করতে হবে’। আর অন্য অংশে ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই-করতে হবে’। ওই বছর ২৭ জানুয়ারি মধ্যরাতে খুনিদের ফাঁসি কার্যকর হওয়ার সংবাদ রাতভর ঘরে বসে টেলিভিশনের পর্দায় উপভোগ করেন সহিদার রহমান।

    পরদিন সকালে রংপুর শহরে সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিলে যোগ দেন সহিদার। সেখানেই দাবি সম্বলিত গায়ের টি-শার্ট খুলে পুড়িয়ে আনন্দ-উল্লাস করেন। এসময় সহিদার সবার সামনে বলেছিলেন, ‘এ্যালা মুই মরিয়াও শান্তি পাইম।’ তবে এখনও চাপা ক্ষোভ সহিদারের মনে। বঙ্গবন্ধুর আরো খুনি যারা দেশের বাইরে পালিয়ে আছেন তাদেরকে দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।

    একসময় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতরে পৈত্রিক ভিটা হলেও বর্তমানে রংপুর নগরীর বুড়িরহাট বাহাদুর সিংহ এলাকার বাসিন্দা সহিদার রহমান। সংসারে স্ত্রীসহ দুই ছেলে ও তিন মেয়ে।

    সহিদারের স্ত্রী সুলতানা রাজিয়া জানান, তাঁর স্বামী সহিদার বঙ্গবন্ধুর ভক্ত। সারাটা জীবন বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে নিজের পরিবারের সদস্য মনে করেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে নানাজনে নানা কটূক্তি করলেও তিনি কখনো দমে যাননি। সংসারের ক্ষতি সহ্য করে হলেও তিনি বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে চলেছেন।

    বঙ্গবন্ধু পরিবারের প্রতি সহিদারের এমন ভালোবাসা দেখে রংপুর সদরের পরশুরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছিল সহিদারকে।

    গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান ও গঙ্গাচড়া আওয়ামী লীগ সভাপতি রুহুল আমীন বলেন, ‘বঙ্গবন্ধুপাগল সহিদার রহমান অভাব-অনটনের মধ্যে থেকেও দমে যাননি কখনও। ভালোবাসার নজির দেখিয়েছেন। এমন বিরল ভালোবাসার জন্য সত্যিই প্রশংসার দাবিদার তিনি।

    ১৯৯০ সালে ঈদুল আজহায় প্রথম প্রিয় নেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় গরু কোরবানি দেন সহিদার। তখন তিনি অঙ্গীকার করেন যতদিন বাঁচবেন-ততদিন প্রতি ঈদুল আজহায় শেখ হাসিনার নামে গরু কোরবানি দেবেন। অঙ্গীকার অনুযায়ী এবারের ঈদুল আজহায় দিয়েছেন ৩১তম গরু কোরবানি। তাঁর আরেকটি অঙ্গীকার হলো সারাজীবন ৫৭০ সাবান দিয়ে গোসল করা। এমনকি পরিবারের সবাইকে বলে দিয়েছেন মৃত্যুর পর যেন তাঁকে ৫৭০ সাবান দিয়ে গোসল করিয়ে দাফন করা হয়।

    এ প্রসঙ্গে সহিদার রহমান জানান, মৃত্যুর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয়েছিল। সে কারণে তিনি সারাজীবন ওই সাবান দিয়েই গোসল করার অঙ্গীকার করেন।

    সহিদার রহমান আরো জানান, জীবনে তাঁর তিনটি অঙ্গীকার রয়েছে। এর মধ্যে ২০ বছর ধরে পরা কাফনের কাপড় খুলে ফেলেছেন। কারণ বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। অন্য দুটি অঙ্গীকার অনুযায়ী ৫৭০ সাবান দিয়ে গোসল করছেন ৩১ বছর ধরে, জীবনের শেষ দিনও এভাবে চলবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানিও দেবেন বেঁচে থাকা অবধি।

    জীবনের পড়ন্তবেলায় এসে বঙ্গবন্ধুপাগল এই মুক্তিযোদ্ধার শেষ ইচ্ছা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা।

    সূত্র : কালেরকণ্ঠ।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ৩০ ৫৭০ কোরবানি’ গোসলে তিব্বত! ধরে নামে বছর শেখ হাসিনার
    Related Posts
    সরকারি ছুটি

    চলতি বছর আর কয়টি ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা?

    September 29, 2025
    শেখ হাসিনা

    শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস

    September 29, 2025
    রোহিঙ্গা

    রোহিঙ্গাদের জন্য ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

    September 29, 2025
    সর্বশেষ খবর
    Snapdragon 8 Gen 5

    Qualcomm’s New Snapdragon Chip Tipped for Galaxy S26 FE

    Silent Hill f sales

    Why Silent Hill f’s 1 Million Sales Milestone Matters

    wordle hint

    Wordle Hints Today (September 29, 2025): Puzzle #1563 Answer and Clues

    Bad Bunny Super Bowl Halftime Show

    How Much Does Bad Bunny Earn for the Super Bowl Halftime?

    CTE Brain Disease

    What the Autopsy of NFL HQ Gunman Reveals About CTE

    Black Ops 7 Beta

    What Weapons Are in the Call of Duty Black Ops 7 Beta?

    US government shutdown

    Is the Government Going to Shut Down? National Parks and Public Services Impact in 2025

    British F4 2026 calendar

    British F4 2026 Calendar Reveals Key Changes

    Kathryn Bigelow nuclear thriller

    NYFF: Kathryn Bigelow’s ‘A House of Dynamite’ Adds Nuclear Catastrophe to Our Long List of Worries

    Michigan church shooter

    Claims Emerge About Michigan Church Shooter’s Democrat Campaign Donations

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.