৩০ হাজারের এসিকে হার মানাচ্ছে ৫ হাজারের ডিভাইস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নামেই যেন বর্ষাকাল। বাংলায় এখনও দেখা নেই বর্ষা সুলভ টানা বৃষ্টির। এদিকে যথারীতি সূর্যের তেজ প্রখর। আর্দ্র তাপের ফলে দামী পাখাও কাজ করা কার্যত বন্ধ করে দেয়। তাই আপনাকে কেবল এয়ার কন্ডিশনারের উপর নির্ভর করতে হয়। অনেকের বাড়িতে এসি থাকে না। গরমে তাদের কষ্ট আরও বেশি। তবে সমস্যার সমাধান রয়েছে। এক মাসের মাইনের মধ্যে থেকে কিনে নেওয়া যাবে এই ঘর ঠাণ্ডা রাখার মেশিন।

এই প্রতিবেদনে যে পণ্যটির কথা উল্লেখ করা হয়েছে তার নাম D-humidifier। এই পণ্যটি আর্দ্র তাপের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি আদর্শ ডিজাইন। যেমন নাম তেমন কাজ। এই ডিভাইসটি কুলার এবং ফ্যানের সাথে কাজ করে আপনার ঘরকে শীতল করে তোলে। এয়ার কন্ডিশনার ছাড়াই প্যাচপ্যাচে গরম থেকে রেহাই দেবে আপনাকে।

D-humidifier এই অগ্নিমূল্য বাজারেও বেশ কম দামে বিক্রি হচ্ছে। এক মাসের মাইনে দিয়ে কেনার পরেও আপনার পয়সা বেঁচে যাবে। ঘরের বেশি জায়গাও নেবে না এই ডিভাইস। বাজারে এর দাম ৫,০০০ টাকা থেকে শুরু হয় এবং তুলনায় একটি এয়ার কন্ডিশনার দাম প্রায় ৩০,০০০ টাকা। ডি-হিউমিডিফায়ার অনেক দিক থেকে এয়ার কন্ডিশনারের অনুরূপ। কারণ, এটি ঘরে উপস্থিত আর্দ্রতা পুরোপুরি শোষণ করে নিতে পারে। যার দলে কুলার-ফ্যানের বাতাসও কাজ করতে শুরু করে। আর্দ্রতা বেশি থাকলে কুলার ফ্যান কাজ করে না। এই ডিভাইস বৃষ্টির পরে শুরু হওয়া আর্দ্র তাপে আরও ভালোভাবে কাজ করতে পারে।