আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার দ্বীপের কমক্স মেরিনায় বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ১৪ বছরের এক কিশোর। হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে তার হাতে আসে একটি মানিব্যাগ, যা ৩৩ বছর আগে হারিয়ে গিয়েছিল। জানা গেছে, মানিব্যাগটি নিক চৌধুরীর।
তিনি ১৯৯১ সালে মাছ ধরতে গিয়ে সেটি হারান। হারিয়ে যাওয়া মানিব্যাগটি খুঁজে পেয়ে উচ্ছ¡সিত নিক চৌধুরী বলেন, আগে আমি সমুদ্রের বুকে যাওয়ার সময় মানিব্যাগ পকেটে রেখে ঘুরতাম, এখন আর সেটিকে নিয়ে যাই না। ইউপিআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।