ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৩৪ বছর পর চাকসু নির্বাচনকে বিতর্কমুক্ত করতে চাইছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া লাইভ সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৯৯০ সালের পর দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনকে সর্বোচ্চ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসু ও জাকসুর নির্বাচনকে ঘিরে গণনা ও ফল প্রকাশ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রার্থীরাও করেছিলেন অভিযোগ। তাই এসব বিতর্ক থেকে দূরে থাকতে চাকসু নির্বাচন কমিশন ভোটগ্রহণের শুরু সকাল সাড়ে ৮টা থেকে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া এলইডি পর্দায় সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “কেন্দ্রের ভেতরে কী হচ্ছে, শিক্ষার্থীরা বাইরে থেকেই তা দেখতে পারবেন।”
এবার আবাসিক হলের পরিবর্তে অনুষদভিত্তিক ভোটকেন্দ্র স্থাপন করা হচ্ছে। মোট ২৭ হাজার ৬৩৪ জন ভোটারের জন্য থাকছে ১৪টি কেন্দ্র। নির্বাচন কমিশনের দাবি, অনাবাসিক শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর যত ব্যালট প্রয়োজন, আমরা তা আলাদাভাবে প্রস্তুত করব। এতে শর্টিং সহজ হবে এবং গণনা দ্রুত শেষ করা যাবে।”
গ্রাহকের টাকার দাবিতে অস্বস্তিতে কর্মকর্তারা,চাকরি নিয়ে উদ্বেগ
৩৪ বছর পর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচনে এবার শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এই উদ্যোগ নির্বাচনকে করবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিতর্কমুক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



