জুমবাংলা ডেস্ক : খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়ে পুরোনো শীতবস্ত্রের ৩৫টি ছোট-বড় দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, সকাল সাড়ে ছয়টার দিকে তারা আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫ টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা যায়নি।
প্রতি বছর শীতকালে মৌসুমী ব্যবসায়ীরা ফেরিঘাট মোড়ে পুরোনো শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসে। সাধারণত নিম্নবিত্তরা এখান থেকে শীতবস্ত্র কিনে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।