ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিএসডাঙ্গী গ্রামে দীর্ঘ ৩৫ বছর ধরে স্থানীয় প্রভাবশালী বাদল আমিনের দখলে থাকা এক একর সাত শতাংশ জমি অবশেষে প্রকৃত মালিকের দখলে ফিরেছে।
আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জমি বুঝিয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন দশক আগে প্রভাব খাটিয়ে জমিটি দখলে নেন বাদল আমিন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ২০০৪ সালে আদালতে মামলা করে। আব্দুল মালেক মোল্লার ছেলে মেহেদী হাসান মামলাটি দায়ের করে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে ন্যায়বিচারের লড়াই চালিয়ে আসছিলেন।
২২ বছরের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) জমি পরিমাপ করে ডিক্রীপ্রাপ্ত পরিবারের হাতে বুঝিয়ে দেন।
এ সময় জায়েদ হোসাইন বলেন, “২০০৪ সালের দেওয়ানী মামলার রায় অনুসারে আদালতের নির্দেশনা মোতাবেক জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
দীর্ঘ প্রতীক্ষার পর জমি ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তারা জানান, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।