৩৫ মিনিটে অর্ধেক ব্যাটারি চার্জ, যত চমক নিয়ে বাজারে শাওমির নতুন ল্যাপটপ নোটবুক প্রো ১২০জি

শাওমি৪৪

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাজারে এসেছে শাওমির নতুন ল্যাপটপ নোটবুক প্রো ১২০জি। বাংলাদেশে এই ল্যাপটপের দাম শুরু হয়েছে ৮৯ হাজার টাকা থেকে। আসুন, জেনে নিই ল্যাপটপটির বিভিন্ন ফিচার।

ডিজাইন
শাওমি নোটবুক প্রো ১২০জির ডিজাইনে খুব আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। চার প্রান্ত বাদ দিলে ল্যাপটপে কোনো কার্ভ বা রাউন্ডেড কর্নার নেই বললেই চলে। ১৫.৯ মিলিমিটার পুরুত্বের এই ল্যাপটপটির ওজন প্রায় দেড় (১.৪) কেজি। ল্যাপটপের সঙ্গে ১০০ ওয়াটের একটি অ্যাডাপ্টার চার্জার রয়েছে। ডিসপ্লের উপরের অংশে ওয়েবক্যামের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। কি-বোর্ডের ডিজাইন অবশ্য বেশ আকর্ষণীয়। দুই ধাপে উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করার সক্ষমতা যুক্ত ব্যাক-লিট রয়েছে কি-বোর্ডে। পাওয়ার বাটনের সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
শাওমি৪৪
ডিসপ্লে
২৫৬০ x ১৬০০ পিক্সেল সম্পন্ন ১৬ : ১০ অনুপাত ও ১২০ গিগাহার্টজ স্ক্রিনের ডিসপ্লেতে রঙের দিক থেকে শতভাগ এস-আরজিবি অভিজ্ঞতা পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি রয়েছে চীনভিত্তিক ব্র্যান্ডটির। এনভিডিয়া জিফোর্স এমএক্স৫৫০ জিপিইউ ভ্যারিয়েন্ট রয়েছে ল্যাপটপটির। তবে এর জন্য বাড়তি পয়সা গুনতে হবে গ্রাহকদের।

স্পেসিফিকেশন
প্রসেসর হিসেবে নোটবুকটিতে রয়েছে দ্বাদশ প্রজন্মের কোর-আই ফাইভ ইন্টেল প্রসেসর। সিপিইউতে রয়েছে (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) চার পারফরম্যান্স কোর এবং চার এফিসিয়েন্ট কোরসহ মোট ১২ থ্রেড। গতির জন্য এতে আছে ডিডিআর৫ ১৬জিবি র‍্যাম। সমস্যা হচ্ছে, এই র‍্যাম চাইলেও আর বাড়ানো যাবে না। আর স্টোরেজের জন্য আছে ৫১২ জিবি এসএসডি হার্ডডিস্ক। ৫৬ ওয়াট-ঘণ্টার ব্যাটারি ডিভাইসটিকে পুরো একদিন সচল রাখতে পারবে বলে প্রতিশ্রুতি রয়েছে শাওমির। ১০০ ওয়াটের চার্জার দিয়ে মাত্র ৩৫ মিনিটে অর্ধেক ব্যাটারি চার্জ হয়ে যাবে।
শাওমি
পোর্ট ও কানেকটিভিটি
নোটবুক প্রো ১২০ জির বাম প্যানেলে আছে একটি মাত্র থান্ডারবোল্ট ৪ টাইপ-সি পোর্ট, একটি এইচডিএমআই ২.০ ভিডিও পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটার অডিও সকেট। আর ডান প্যানেলে একটি করে দ্বিতীয় প্রজন্মের ইউএসবি ৩.২ (টাইপ-সি), ইউএসবি ৩.১ (টাইপ-এ) এবং চার্জিং নোটিফিকেশন লাইট। এ ছাড়া এতে ওয়াইফাই ৬ এবং ব্লুটুথ ৫.২ রয়েছে।

আর নেই দুঃশ্চিন্তা, হাঁটলেই উৎপাদন হবে বিদ্যুৎ