আন্তর্জাতিক ডেস্ক : বয়স বাড়তে থাকলে বিয়ের চিন্তা যেমন জেঁকে বসে ছেলের মাথায়, ছেলেকে বিয়ে দিতে মায়ের চিন্তাও কম নয়। চিন্তার বলিরেখা কপালে দেখা দিলে যতটা না ছেলেরা চিন্তিত থাকে তার চেয়েও বেশি চিন্তিত থাকে মায়েরা।
ঘরে ছেলের বউ এবার চাই ই চাই। উপায়ন্তর না পেয়ে অনেকেই সংবাদপত্রের দ্বারস্থও হন। নানা হিসেব-নিকেশ জানিয়ে জীবনসঙ্গী বেছে নিতে চান তরুণ-তরুণীরা।
যুবকের চাহিদায় থাকে শিক্ষিতা, রুচিশীলা, গৃহকর্মে নিপুণা, নম্র-ভদ্র ও ধার্মিক এক মেয়ে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি সংবাদপত্রের পাতায় পাত্রী চেয়ে এক পাত্রের বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তাতে দেখা যায়, ভারতের এক দাঁতের চিকিৎসক পাত্রীর যোগ্যতা হিসেবে ৩৬ গুণে গুণান্বিতা ও ‘দেশপ্রেমিক’ হওয়ার শর্তজুড়ে দিয়েছেন। যা নিয়ে হচ্ছে আলোচনা ও সমালোচনা।

বিজ্ঞাপনদাতার নাম ৩১ বছর বয়সী ডাক্তার অভিনব কুমার। তিনি বউ হিসেবে যোগ্যতার মানদণ্ডে একজন দেশপ্রেমিক মেয়েকেই চান ।
শুধু তাই নয়, বিজ্ঞাপনে তিনি জানিয়েছেন, আমি একজন অত্যন্ত ফর্সা, সুন্দরী, সৎ, নির্ভরশীলা, প্রেমময়ী, যত্নশীলা, সাহসিনী, শক্তিধারী এবং ধনী বউ খুঁজছি।
পাত্রীকে অবশ্যই কট্টর দেশপ্রেমিক হতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীতে যোগ দিতে পারা এবং ক্রীড়াক্ষেত্রের প্রতিভা থাকতে হবে।’
মজার ব্যাপার হচ্ছে এতো শর্তের পরেও তিনি চান, তার বউ যেন শিশুদের লালন-পালনে বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি ভারতীয় হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়েও হয়।
মেয়েটিকে ঝাড়খণ্ড বা বিহারের বাসিন্দা ও তার মধ্যে ৩৬ গুণের সমাহারও থাকা দরকার বলে জানিয়েছেন অভিনব।
কীভাবে ভালো রান্না করতে হয় তাও জানতে হবে পাত্রীকে।
তবে এই দন্তচিকিৎসকের বিয়ে নিয়ে কোনও তাড়া নেই। যদিও তিনি এখন বেকার।
তার মোবাইল নম্বর বিজ্ঞাপনে থাকলেও যোগাযোগ করতে হবে এসএমএসে। সেখানে তিনি ইমেইল এর ঠিকানা দিতেও ভুলে যাননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা বইছে খুব।
কেউ কেউ লিখেছেন, মেয়েটির কাছ থেকেই সব কিছু আশা করবেন নাকি আপনি নিজেও কিছু করবেন …….! অন্তত নিজ হাতে এক গ্লাস পানি পান করুন।
অনেকেই আবার এটিকে নারীবাদের প্রতি প্রতিবাদ হিসেবে দেখছেন।
কেউ কেউ বলছেন, শুধু সুবিধা প্রাপ্তির ব্যাপারেই কেন নারীরা পুরুষদের ঘাড়ে ঝুলে থাকবে,
তারাও একটু দেখুক যে একই বিষয় একজন পুরুষ চাইলে তাদের (নারীর) মানসিক অবস্থা কি হয়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



