বিনোদন ডেস্ক : প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’র মুক্তি পিছিয়েছে ১৫ দিন। তবে ছবি নিয়ে নেটিজেনদের আগ্রহ যাতে বজায় রাখতে চেষ্টার কোনও খামতি রাখছেন না ছবির নির্মাতারা। সম্প্রতি ‘সাহো’র দ্বিতীয় গানের টিজার প্রকাশ্যে এনেছেন তাঁরা। গানের নাম ‘ইন্নি সোনি’। মুক্তি পাওয়ার দুঘণ্টার মধ্য়েই তিন লক্ষ মানুষ দেখে ফেলেছেন টিজারটি।
হরিচরণ শেষাদ্রি ও তুলসী কুমারের কণ্ঠে শোনা যাবে এই গান। সুর দিয়েছেন গুরু রণধাবা। গানে বরফে ঢাকা পাহাড়ে রোম্যান্স করতে দেখা যাবে প্রভাস-শ্রদ্ধাকে। প্রেমের গানে এই নবতম সংযোজন যে বেশ হিট হবে তা টিজার দেখেই স্পষ্ট।
প্রথমে ১৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘সাহো’। তবে ছবির VFX-এর কিছু কাজ নাকি এখনও বাকি রয়েছে, তাই ছবির মুক্তির দিন পিছিয়ে করা হয়েছে ৩০ অগস্ট। সুজিত পরিচালিত এই থ্রিলারটি মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। প্রভাস ও শ্রদ্ধা ছাড়াও ছবিতে দেখা যাবে নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ সহ আরও অনেক অভিনেতাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।