৩৭ বছরের ছোট নায়িকার সঙ্গে নাগার্জুনার রোমান্স
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ৬৩ বছর বয়সী এই অভিনেতা এখনো অভিনয়ে সরব। পর্দায় তার সরব উপস্থিতি বলছে— বয়স কেবলই সংখ্যা মাত্র! এবার ২৬ বছর বয়সী মানসা বারাণসীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন নাগার্জুনা।
সিয়াসাত ডটকম জানিয়েছে, ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০ বিজয়ী মানসা বারাণসী। নাগার্জুনার এই সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। যদিও তাদের বয়সের ব্যবধান ৩৭ বছর। পর্দায় রোমান্স করতে দেখা যাবে এ জুটিকে। জুটির রসায়ন নিঃসন্দেহে দর্শকদের জন্য বাড়তি পাওয়া।
নাম ঠিক না হওয়া এ সিনেমায় নাগার্জুনাকে দুটি চরিত্রে দেখা যাবে। কম বয়সী নাগার্জুনার বিপরীতে দেখা যাবে মানসাকে। সিনেমাটি পরিচালনা করছেন প্রসন্ন কুমার। চলতি মাসে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করবেন নির্মাতারা।
নাগার্জুনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গোস্ট’। এতে অবসরপ্রাপ্ত একজন ‘র’ এজেন্টের চরিত্রে দেখা যায় তাকে। প্রবীণ সাত্তারু পরিচালিত এ সিনেমা গত বছরের ৫ অক্টোবর মুক্তি পায়। নাগার্জুনা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সোনালি চৌহান, মনিষ চৌধুরী, রবি ভার্মা, জয় প্রকাশ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।