Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: গত ৩৭ বছরের মধ্যে ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। কয়েক মাস ধরে মার্কিন ডলারের বিপরীতে বেশিরভাগ প্রধান মুদ্রাই লড়াই করছে, বিশেষ করে পাউন্ড। খবর ব্লুমবার্গের।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পাউন্ডের বিপরীতে ইউরোর দর বেড়ে ৮৭ দশমিক ৭১ পেনি পর্যন্ত ওঠে। যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ। তবে দিনশেষে শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে পাউন্ডের বিপরীতে ৮৭ দশমিক ৪৫ পেনিতে লেনদেন হয় ইউরো।
ডলারের বিপরীতে পাউন্ডের দর এক শতাংশেরও বেশি কমে ১ দশমিক ১৩ ডলারে দাঁড়ায়। যা ১৯৮৫ সালের পর থেকে সর্বনিম্ন। তবে দিনশেষে ১ দশমিক ১৪ ডলারে লেনদেন হয় পাউন্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।