স্পোর্টস ডেস্ক : তিনি আপাতত ক্রিকেট থেকে দূরে। ফলে ছুটির মেজাজ। কিছুদিন আগেই সেনার ডিউটি সেরে কাড়িতে ফিরেছেন। আর রাঁচিতে ধোনির ফেরা মানেই শহরজুড়ে যেন আলাদা একটা আবেগ। আর ধোনিও নিজের শহরে ফিরলে যেন তার মেজাজ পাল্টে যায়। প্রথমেই তিনি চলে যান তার গ্যারাজে। তার পর গ্যারাজে তার সুসজ্জিত বাইকের মধ্যে একটি নিয়ে বেরিয়ে পড়েন শহরে ঘুরে বেড়াতে। এবারও তার অন্যথা হল না। ধোনি রাঁচিতে এলেন আর বেরিয়ে পড়লেন প্রিয় বাইক নিয়ে। তবে এবারের বাইকটি তিনি কিছুদিন আগেই কিনেছেন।
কিছুদিন আগেই ধোনি এই বাইকটি কেনার কথা জানিয়েছিলেন। ধোনির এই বাইকের দাম প্রায় ৩৯ লাখ টাকা। মাত্র ৩৬ সেকেন্ডে এই বাইক শূন্য থেকে ৩০০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে পারে। এদিন ধোনি তার নতুন সুপারবাইক নিয়েই হাজির হলেন টেনিস কোর্টে। হেলমেট পরা বাইকার ধোনিকে দেখে রাস্তায় কেউ চিনতেই পারলেন না।
আর ধোনিও অবলীলায় গতির ঝড় তুললেন রাঁচির রাস্তায়। নতুন সুপারবাইক নিয়েই জেএসসিএ স্টেডিয়ামে পৌঁছলেন ধোনি। তার পর সেখানে বেশ কিছুক্ষণ টেনিস খেলে চলে গেলেন জিমে। তার পর নতুন বাইকে দশ কিমি রাস্তা পার করে ফিরলেন বাড়িতে।
ক্রিকেটের বাইরে থাকলেও ফিটনেস নিয়ে কোনও আপোস করেন না ধোনি। ক্রিকেটে না থাকলেও তিনি টেনিস, ফুটবল খেলে ফিটনেস বজায় রাখেন। এদিনও তিনি প্রায় ঘণ্টাখানেক জিমে গা ঘামালেন। তার আগে টেনিস কোর্টে ছোটদের সঙ্গে খেললেন। ছবি তুললেন।
#रांची– लॉन टेनिस में हाथ आजमाने पहुंचे धोनी.
LIVE TV- https://t.co/1E2NmtF1Be#ZeeVideo #JHARKHAND pic.twitter.com/9jHC81RgtN— Zee Bihar Jharkhand (@ZeeBiharNews) September 21, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।