ফেনী প্রতিনিধি: বড় ফেনী নদীতে এবার জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের দুটি ইলিশ। দুটি ইলিশের প্রতিটিই ৩ কেজি ১০০ গ্রাম। একই জালে ধরা পড়েছে দুই কেজি ওজনেরও বেশি আরও দুটি ইলিশ।
আজ (১৮ জুন) সকালে ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া এলাকার জেলে নুর নবীর জালে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলাম করলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নেয়ামত উল্যাহ ২৪ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
জেলে নুর নবী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে ফিরে মাছগুলো স্থানীয় আড়তে মাছগুলো বিক্রি করি। ৩ কেজি ১০০ গ্রাম ওজনের দুটি মাছ ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৭৪০ টাকায় বিক্রি হয়।
তিনি বলেন, নদীর তীরে ও বাজারে উৎসুক অনেকে তার ধরা বড় ইলিশ মাছগুলো দেখতে ভিড় করেন।
উপজেলার মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, এই মৌসুমে বড় ফেনী নদীতে প্রথম তিন কেজি ওজনের বড় ইলিশ মাছ ধরা পড়ল। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।