আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দিল্লির তাপমাত্রা নামে মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরের সর্বনিম্ন।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা নেমে আসে ৪ দশমিক ৪ ডিগ্রিতে। আর বৃহস্পতিবার নেমে দাঁড়ায় ৩ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশায় কয়েক হাত দূরের দৃশ্যও ঝাপসা মনে হয় বলে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে—এমন আশঙ্কায় বৃহস্পতি ও শুক্রবার রাজধানীজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে প্রশাসন। তাপমাত্রা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বয়স্ক ও অসুস্থদের বাসার বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও জানা যায়, দিল্লির তাপমাত্রা ৩ ডিগ্রি হলেও বৃহস্পতিবার ভারতের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আয়ানগরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।