পুঁজিবাজার ডেস্ক : রবি, মঙ্গল ও বুধবারের টানা দরপতন বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন করেছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার সিএসইর প্রধান সূচক কমেছে ১ পয়েন্টে। লেনদেনও কমেছে। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
মতিঝিলে আলাপকালে বিনিয়োগকারী আবদুর রহিম বলেন, ‘আগের তুলনায় বর্তমানে পুঁজিবাজারে বিনিয়োগ অত্যধিক ঝুঁকিপূর্ণ। এখানে টাকা বিনিয়োগ করে ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছি।
গত তিনদিনের টানা দরপতনে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের বাঁচাতে কতৃপক্ষের উচিত এ বিষয়ে দ্রুত নজর দেয়া। ’
প্রসঙ্গত, ২০১০ সালের ৫ ডিসেম্বর থেকে দরপতন শুরু হয়। যা অব্যাহত ছিলো জানুয়ারি মাস পর্যন্ত। ঠিক সেই ধারায় ২০১৯ সালের দ্বিতীয় সপ্তাহ থেকে দরপতন শুরু হয়েছে। সর্বশেষ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ ডিসেম্বর) সূচক কমেছে ৭৯ পয়েন্টে। এরপর দিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সরকারি ছুটি থাকায় দরপতন হওয়ার সুযোগ হয়নি। কিন্তু তারপর দুদিন মঙ্গল ও বুধবার আবারও দরপতন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।