iPhone 17 সিরিজের লঞ্চের এখনও ৩ মাস বাকি। কিন্তু, তার আগেই ওই সিরিজের একাধিক ফিচার্স ফাঁস হয়ে গিয়েছে। যেগুলি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। Apple iPhone 17 সিরিজের লঞ্চ সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনও দিন ঘোষণা না করলেও সাধারণত সেপ্টেম্বরেই নতুন iPhone লঞ্চ করে ওই সংস্থা।iPhone 17-র সবচেয়ে বড় আপগ্রেডগুলির মধ্যে অন্যতম একটি হতে পারে সামনের ক্যামেরা। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে, iPhone 17-এ হয়তো 24-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপলব্ধ হবে। এমনটা হলে বর্তমান মডেলগুলিতে থাকা 12-মেগাপিক্সেলের সেন্সর থেকে সেটি যে অত্যন্ত উন্নত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
iPhone 17-এ চমকের পর চমক:
এদিকে, iPhone 17-এর পেছনে 48-মেগাপিক্সেলের মেন সেন্সর থাকবে বলেও অনুমান করা হচ্ছে। যেখানে উন্নত জুম লেন্স কেবলমাত্র প্রো মডেলগুলিতেই উপলব্ধ থাকতে পারে। যারা টপ-এন্ড ভেরিয়েন্ট কিনতে চান সেক্ষেত্রে iPhone 17 Pro Max-এ 3 টি 48-মেগাপিক্সেল ক্যামেরা (ওয়াইড, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো) থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেগুলি সম্ভবত 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।যদি এমনটা ঘটে, তাহল প্রথমবারের মতো Apple ট্রিপল 48-মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করবে এবং iPhone-এ 8K ভিডিও রেকর্ড উপলব্ধ হবে।
ডিজাইনের দিক থেকে, iPhone 17 তার পূর্ববর্তী iPhone 16 থেকে খুব বেশি আলাদা নাও হতে পারে। iPhone 17-এও USB-C পোর্ট এবং অ্যাকশন বাটন থাকার সম্ভাবনা রয়েছে। তবে, Pro মডেলগুলিতে আরও আধুনিক ডিজাইন দেখা যেতে পারে। যেখানে একটি নতুন আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল থাকবে। যা পেছনের প্যানেল জুড়ে প্রসারিত হবে। এদিকে, iPhone 17 Air নামে একটি নতুন মডেলের কথাও বলা হচ্ছে। যা Plus সংস্করণটিকে প্রতিস্থাপন করতে পারে এবং এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা iPhone-গুলির মধ্যে অন্যতম একটি হতে পারে।
এদিকে, স্ক্রিনের আকারেও কিছু পরিবর্তন আসবে বলে অনুমান করা হচ্ছে। iPhone 17-এ iPhone 16-এর 6.1-ইঞ্চি স্ক্রিনের তুলনায় কিছুটা বড় ৬.৩-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। পাশাপাশি, iPhone 17 Air-এ 6.6-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে Pro Max-এ 6.9-ইঞ্চি স্ক্রিন থাকতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ProMotion প্রযুক্তি সমস্ত মডেলে উপলব্ধ হওয়ার মাধ্যমে একটি বড় বৈশিষ্ট্য আসতে পারে। যার অর্থ ব্যবহারকারীরা অবশেষে Non-Pro ভেরিয়েন্টেও 120Hz রিফ্রেশ রেট পেতে পারেন। এর ফলে মসৃণ অ্যানিমেশন এবং আরও ভালো ভিডিও প্লেব্যাক তৈরি হবে।
ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রেও উন্নতি অনুমান করা হচ্ছে। যদিও ব্যাটারির সঠিক ক্ষমতা এখনও ফাঁস হয়নি তবে, মনে হচ্ছে Ape আগের চেয়ে বড় ব্যাটারি ব্যবহার করতে পারে। এছাড়াও, 35 ওয়াট ফাস্ট চার্জিংয়ের দিকেও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যা আগের মডেলের তুলনায় ফাস্ট হবে।
প্রথম ওয়েব সিরিজেই আলোচনায় বৃষ্টি, মোশাররফ করিমকে বললেন ‘চোখের প্রেমিক’
কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, Apple iPhone 17 Pro Max মডেলে আরও ভালো ঠিক ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করবে। অতিরিক্ত ব্যবহারের সময়ে ডিভাইসটিকে ঠান্ডা রাখার জন্য একটি নতুন ভেপার চেম্বার সিস্টেম এবং গ্রাফাইট স্তর ব্যবহার করা হতে পারে। পারফরম্যান্সের ক্ষেত্রে, Pro মডেলগুলি পরবর্তী প্রজন্মের চিপ দ্বারা চালিত হবে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে সম্ভবত A19 Pro ব্যবহৃত হতে পারে। অপরদিকে, স্ট্যান্ডার্ড iPhone 17 গত বছরের A18 চিপের সাথে উপলব্ধ হতে পারে। এদিকে, Pro Max-এ RAM 12 GB পর্যন্ত হতে পারে। যেখানে বেস মডেলগুলি 8 GB পর্যন্ত উপলব্ধ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।