জুমবাংলা ডেস্ক: ২০২০-২১ অর্থবছরের বাজেটে ব্যক্তিগত আয়ের ওপর সর্বনিম্ন তিন লাখ টাকায় ৫ শতাংশ আয়কর নির্ধারণ করা হয়েছে। ব্যক্তি পর্যায়ে এর কম আয়ে কোনো কর দিতে হবে না।
৩ লাখ টাকার কম আয় হলে কর দিতে হবে না উল্লেখ করে গতকাল (২ জুলাই) গেজেট প্রকাশ করেছে সরকার। চলতি অর্থবছরের প্রথমদিন বা ১ জুলাই থেকে এটি কার্যকর হয়েছে।
গেজেট অনুযায়ী, ব্যক্তিশ্রেণির জন্য ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর হার শূন্য থাকবে। পরবর্তী এক লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ, এর পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ এবং তার বেশি টাকা আয়ের ওপর ২৫ শতাংশ কর আরোপ করা হয়েছে।
করোনাভাইরাস ও মুদ্রাস্ফীতির কারণে মানুষের আয় কমে যাওয়ায়, ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানো হয়েছে এবারের বাজেটে। পুরুষ করদাতাদের করমুক্ত আয়সীমা দুই লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয়সীমা তিন লাখ থেকে বাড়িয়ে তিন লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। প্রত্যক্ষ করদাতার সংখ্যা বাড়াতে দীর্ঘদিন এই আয় সীমা বাড়ায়নি সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।