আন্তর্জাতিক ডেস্ক : ১০৫ বছর বয়সী ভাগিরথি আম্মার কাছে বয়স কেবলই একটি সংখ্যা। সম্প্রতি ভারতের কেরালা রাজ্যের এই বাসিন্দা কেরালা স্টেট লিটারেসি মিশনের চতুর্থ শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। সুযোগ পেলে তিনিই হবেন ওই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি বয়সী শিক্ষার্থী। এমনকি শিক্ষকদের চেয়েও তার বয়স হবে বেশি।
কেরালার কল্লাম জেলার পারাকুলাম এলাকার অধিবাসী ভাগিরথির ছয় সন্তান ও ১৬ নাতি-নাতনি রয়েছে। নয় বছর বয়সে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় ছোট ভাই-বোনদের দেখাশোনার জন্য পড়ালেখা ছাড়তে হয় তাকে। কিন্তু, এখন আবার পড়াশোনা শুরু করতে চান তিনি। লিটারেসি মিশনের কর্মকর্তাদের সহযোগিতায় তার এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
কেরালা সরকারের জাতীয় শিক্ষা বিভাগের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কেরালা স্টেট লিটারেসি মিশন অথোরিটি। প্রতিষ্ঠানটির এই বিশেষ প্রোগ্রামের লক্ষ্য সবার মধ্যে শেখার আগ্রহ ও সুযোগ তৈরি করা। কেরালার জনগোষ্ঠীর মধ্যে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা ও সেই শিক্ষা দৈনন্দিন জীবনে কাজে লাগানোর উপযোগী করে তুলতে চান তারা।
প্রোগ্রামটিতে অংশ নিতে পারেন সব বয়সের নিরক্ষর, স্কুল থেকে ঝরে পড়া ও শিখতে আগ্রহী মানুষেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।