স্পোর্টস ডেস্ক : বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কার মাইলফলকে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। শনিবার কুমিল্লা ওয়ারিয়র্সের পেসার আল-আমিন হোসেনকে সোজা ব্যাটে ছয় মেরে ৪০০ ছক্কার ল্যান্ডমার্কে পৌঁছান রাজশাহী রয়্যালসের অধিনায়ক।
নামের পাশে ৩৯৭টি ছক্কা নিয়ে শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজের ৩১২তম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামেন রাসেল। ২১ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে মারেন ৪টি ছক্কা। তাতেই ক্যারিবীয় তারকা ঢুকে যান ৪০০ ছক্কার এলিট ক্লাবে।
রাসেলের আগে এই মাইলফলক পেরিয়েছেন চার ব্যাটসম্যান। টি-টুয়েন্টির প্রায় সব রেকর্ডই যার দখলে সেই ক্রিস গেইল ৪০০ ম্যাচে ছয় মেরেছেন ৯৬৬টি।
আরেক ক্যারিবীয় ব্যাটসম্যান কাইরন পোলার্ড ৪৯৬ ম্যাচে মেরেছেন ৬৪৭টি ছক্কা। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম ৩৭০ ম্যাচে ৪৮৫টি আর অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন ৩১৭ ম্যাচে মেরেছেন ৪৩১টি ছক্কা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.