জুমবাংলা ডেস্ক : নাটোরের বড়াইগ্রামের এক টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন শিশু-কিশোর। শনিবার (৩০ নভেম্বর) এশার নামাজের পর বড়াইগ্রাম মাদ্রাসা পাড়া বাইতুন নূর জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।
এসময়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়াইগ্রাম উপজেলা শাখা সভাপতি নাজমুল হোসেন, জেলা বাইতুল মাল ইকবাল হোসেন, বড়াইগ্রাম ইউনিয়ন শিবিরের সভাপতি, সুমন হোসেন উপস্থিত হয়ে ঘোষণা অনুযায়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার পেয়ে খুশি শিশু-কিশোররা। ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। জানা যায়, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ বৃদ্ধি করতে ব্যতিক্রমীএ উদ্যোগ নেয়া হয়। যারা মসজিদে একটানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করবেন তাদের জন্য পুরষ্কারের ঘোষণা দেওয়া হয়।
যুব সমাজের পক্ষ থেকে জানান, শুধুমাত্র পুরস্কারের জন্য নয়, বরং মহান আল্লাহকে সন্তুষ্ট করতেই নামাজ আদায় করেছে তারা। তবে পুরস্কারের ঘোষণায় শিশু-কিশোরদের নামাজের আগ্রহ বেড়েছে। আগামী দিনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র : দৈনিক সকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।