জুমবাংলা ডেস্ক : ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেয়েছেন ৫৬ শিশু-কিশোর। একইসঙ্গে সূরা মুখস্থ ও নামাজ পড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৪৭ জন পেয়েছেন শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে তাদের পুরস্কারস্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।
আয়োজক সূত্রে জানা যায়, শিশু-কিশোররা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারা এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী এ আয়োজন করে। এতে নামাজ পড়া প্রতিযোগিতায় মোট ২০২ জন শিশু-কিশোর অংশ নেন। তারমধ্যে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৫৬ শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়। অন্য ১৪৭ জনকে স্কুলব্যাগসহ শিক্ষাসামগ্রী ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে রামনগর ইউনিয়নের ১৬টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকেও উপহার প্রদান করা হয়।
এ ব্যাপারে রামনগর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আহছান উল্ল্যাহ বলেন, ঘোষণার পর থেকে ইউনিয়নের শিশু-কিশোররা মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করেন। পাশাপাশি প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে। একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।