বিনোদন ডেস্ক: টালিউড অভিনেতা রঞ্জিত মল্লিককে বারবার সততার প্রতীক হিসেবে দেখা গেছে পর্দায়। কখনো মধ্যবিত্ত পরিবারের দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে, আবার কখনো সৎ পুলিশ অফিসার হিসেবে দেখা গেছে তাকে। এবার প্রায় চল্লিশ বছর পর আবারও পর্দায় ফিরছেন ‘শত্রু’ সিনেমার শুভঙ্কর সান্যাল।
এই টালি অভিনেতাকে এবারও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখা যাবে। সিনেমার নাম ‘অপরাজেয়’। শ্যাম দাগার কাহিনি ও প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন নেহাল দত্ত।
প্রায় চল্লিশ বছর আগে, ১৯৮৪ সালে নির্মিত ‘শত্রু’ সিনেমায় শুভঙ্কর সান্যাল নামে একজন সৎ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন রঞ্জিত। ওই সিনেমার স্মৃতি ফুটিয়ে তুলতে চেয়েছেন নির্মাতা নেহাল। তবে এবার আর পুলিশ অফিসার হিসেবে নয়। ‘অপরাজেয়’র শুভঙ্কর একজন আইনজীবী।
তিনি একজন সৎ আইনজীবী। কখনো কোনো অসৎ কাজ করেননি এবং মেনেও নেননি। কিন্তু জীবনের শেষ দিকে এলোমেলো হয়ে যায় তার জীবন। পেশা থেকে অবসর নেয়ার পর মনোবল হারিয়ে ফেলেন শুভঙ্কর।
তবে প্রতিবেশী এক বৃদ্ধের উপর সন্তানের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেন তিনি। আর পেশা থেকে কেন অবসর নিলেন এবং কিভাবেই বা বৃদ্ধ প্রতিবেশীকে অত্যাচার থেকে রক্ষা করলেন-তাতেই চমক রয়েছে এই সিনেমায়। এছাড়া একদম নিজস্ব ভঙ্গিমায় কোমর থেকে বেল্ট খুলে অপরাধীদের শাস্তি দিতে দেখা যাবে তাকে।
রঞ্জিত মল্লিক ছাড়াও এতে আরও দেখা যাবে লাবণী সরকার, সাবিত্রী চ্যাটার্জী, সুমিত গাঙ্গুলী, মৃণাল মুখার্জী, ফাল্গুনী, সায়ন প্রমুখ।
১৫ থেকে ২০টি করে পান হতো প্রতিদিন, শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন চঞ্চল চৌধুরী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।