Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের জৌনপুর জেলার বিবিগঞ্জ এলাকায় এক ব্যক্তির সাথে বন্ধুত্বের বিরোধ নিষ্পত্তির জন্য বাজি ধরে ৫০টি ডিম খেতে গিয়ে ৪২ বছর বয়সী এক যুবক মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, মতবিরোধের কারণে দুই যুবক পরস্পর তর্ক শুরু করে এবং এক পর্যায়ে তাদের মতামতের ভিত্তিতি দুই হাজার রুপি বাজি ধরা হয়।
মতবিরোধ মীমাংসার সময় শুভাস ইয়াদা (৪২) এক নাগাড়ে ৫০টি ডিম খাওয়ার শর্ত আরোপ করে বাজি ধরেন। কিন্তু ৪২টি ডিম খাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন।
এ ঘটনার পর স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কয়েক ঘন্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইন্দো এশিয়ার নিউজ সার্ভিসের চিকিৎসকগণ জানিয়েছেন, ইয়াদা মাত্রাতিরিক্ত খাওয়ার কারণে মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।