জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আলোকিত করতে ৪৩ হাজার এলইডি বাতি লাগানো হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
ডিএনসিসি মেয়র বলেন, শিগগিরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওলি-গলি ও প্রধান সড়কসহ সব জায়গা এলইডি বাতির আলোয় আলোকিত হবে। এ জন্য এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দিয়ে দিয়েছি। মোট ৪৩ হাজার বাতি লাগানো হবে। এসব বাতির সুইচ অন-অফ করা হবে মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে।
সংস্কার শেষ হওয়ার পর মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন মেয়র। এ সময় তিনি কয়েকটি খেলার মাঠ ও পার্কও উদ্বোধন করেন। সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরুল ইসলাম রতন।
এ সময় মোহম্মদপুর কৃষি মার্কেটের জন্য ১২ তলা ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।