স্পোর্টস ডেস্ক: সম্প্রচার স্বত্ব নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় চলতি মৌসুমে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কেননা সম্প্রচার স্বত্ব কিনে নেওয়া প্রতিষ্ঠান সেভেন নেটওয়ার্ক তাদের চুক্তি বাতিল করতে যাচ্ছে বলে বড় আর্থিক ক্ষতি চোখ রাঙ্গাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায় শুক্রবার (২৮ আগস্ট) সেভেন নেটওয়ার্ক তাদের চুক্তি বাতিল করতে পারে।
এ প্রসঙ্গে সেভেন নেটওয়ার্কের প্রধান জেমস ওয়ার্বারটন বলেন, এটি (সিএ) একটি ধ্বংসস্তূপ, হোচট খেয়ে পড়া একটি প্রতিষ্ঠান। আমরা সকল দিক বিবেচনা করে চুক্তিটির সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের সকল বিষয় বিবেচনা করতে সক্ষম। এ বিষয়ে আমরা তাদের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি।
তবে ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন ধরে চলমান মতবিরোধের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সেভেন নেটওয়ার্ক। যার কিছুটা ধারণা দিলেন জেমস ওয়ার্বারটন।
তিনি বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বেশ কিছু সিদ্ধান্তে আমরা হতাশ। হুট করেই তারা ঘোষণা দিলো যে বিগ ব্যাশ লিগ অনুষ্ঠিত হবে। আবার এদিকে কোভিড-১৯ পরিস্থিতির কারণে অনেক দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অনেক ভালো খেলোয়াড়রা খেলতে পারবেন না। এরপর আবার জানালো যে চলতি বছরের আসরে অস্ট্রেলিয়ারই শির্ষস্থানীয় খেলোয়াড়রা থাকছেন না।
ওয়ার্বারটন আরও বলেন, আঞ্চলিক ক্রিকেটাররা যতো ভালোই খেলুক, বিখ্যাত খেলোয়াড়দের খেলা না দেখলে দর্শকদের মন খারাপ থাকবেই। এটি শুধুমাত্র একটি বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না।
এ সময় ভারত সিরিজ এবং আসন্ন বিগ ব্যাশের আয়োজন একই সময় হওয়াতে বিষয়টিকে রসিকতা হিসেবে মন্তব্য করেন ওয়ার্বারটন।
তিনি বলেন, এটা বুঝতে পারছি না যে কিভাবে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বোকার মতো বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক সিরিজ একসঙ্গে আয়োজন করতে যাচ্ছে। এটা এক কথায় রসিকতা ছাড়া আর কিছুই না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।