
বিনোদন ডেস্ক : কয়েক মাস দেখা মেলেনি। করেননি কোনো নতুন গান। গ্র্যামি অ্যাওয়ার্ড-জয়ী ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল এতদিন বাদে দেখা দিলেন ইনস্টাগ্রামে। ৩২তম জন্মদিনে ছবি পোস্ট করে ব্রিটেনে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন।
অ্যাডেল গত জানুয়ারিতে এক ভক্তকে জানান ৪৫ কেজি ওজন কমানোর মিশনে নেমেছেন তিনি। তার ছবিতে এখন তেমনটিই দেখা গেল। কয়েক মাসের ভেতরে রীতিমতো ‘চিকনি-চামেলি’।
নিজের ওজন নিয়ে অ্যাডেল কতটা হতাশ ছিলেন সেটি তার কথা শুনলে বোঝা যায়। ওজন ঝরানোর খবর দেয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি আগে কান্নাকাটি করতাম। এখন ঘাম ঝরাই।’
অ্যাডেলের নতুন ছবিতে লাখ-লাখ লাইক পড়ছে। কমেন্টই করেছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ! বেশিরভাগ প্রশংসা করলেও নিজের শরীর নিয়ে তার চিন্তাভাবনা দেখে অনেকে সমালোচনাও করেছেন।
অন্তর্জালের মতো গানের জগতেও অ্যাডেল বরাবর আলোচিত এক নাম। তার গাওয়া ‘রোলিং ইন দ্য ডিপ’ বিবিসির জরিপে গত এক দশকের জনপ্রিয় গানের তালিকায় সম্প্রতি দ্বিতীয় স্থান অধিকার করে। এই গান তাকে দ্বিতীয়বারের মতো ব্রিট পুরস্কার এনে দেয়, এনে দেয় তিন-তিনটা গ্র্যামি। পান বছরের সেরা মিউজিক ভিডিওর তকমাও।
নিজের আগের ভারী শরীরকে ঘৃণা করায় সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাডেলের সমালোচনা করেন ব্লগার এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা মেলিসা ব্লেক। টুইটারে তিনি লিখেছেন, ‘দেখলাম অ্যাডেল ট্রেন্ড অনুসরণ করছে। আমি বলতে চাই, শুধুমাত্র ওজন সৌন্দর্যের ধারক হতে পারে না। কতটুকু কমালেন সেটি দিয়ে সব মূল্যায়ন হয় না। অ্যাডেলের এমন মানসিকতা ভালো লাগল না।’
মেলিসার মতো আরও কয়েক জন বলছেন, ‘ওজন আপনি কমাতেই পারেন। তাই বলে শরীরকে ঘৃণা করে লুকিয়ে রাখতে হবে কেন। এতদিন অ্যাডেল সামনে আসেননি শরীরের কারণেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।