বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। এবার তিনি ৪৫ বছরে পা দিলেন ৷ বলিউডে এক সময় সেরা অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন কাজল ৷ তবে কেরিয়ারের শুরুটা মোটেই ছিল না ভালো ৷ প্রথম ছবি কমল সাদানার সঙ্গে জুটি বেঁধে ‘বেখুদি’ ! প্রথম ছবি বক্স অফিসে মুখ খুবড়ে পড়লেও, আলাদা করে সবার নজরে পড়েন কাজল ৷
তবে নায়িকা হিসেবে নাম করতে বেশি সময় লাগে না কাজলের ৷ শাহরুখের সঙ্গে ‘বাজিগর’, করণ-অর্জুন তাঁকে এনে দেয় নতুন সাফল্য ! তাঁর আগে অবশ্য বক্স অফিসে হিট ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেন ‘ইয়ে দিললাগি’ ছবি দিয়েই ৷ ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও সইফ আলি খান ৷
তবে শাহরুখের সঙ্গে জড়ি বেঁধেই সবচেয়ে হিট ছবি দেন কাজল! নানা রূপে দেখা যায় কাজলকে ৷ কখনও মিষ্টি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সিমরণ ৷ কখনও ‘দুশমন’-এর পূজা ! ‘কুছ কুছ হোতা হ্যায়’ অঞ্জলি তো আজও সবার প্রিয় ৷
‘বাজিগর’ কালো হরিণ চোখের কাজলকে কী ভোলা সম্ভব ! ফের কাজল ম্যাজিক চলল রোহিত শেট্টি-র ‘দিলওয়ালে’ ছবিতে ৷ সঙ্গে সেই শাহরুখ খান !
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।