জুমবাংলা ডেস্ক : সরকারি কর্ম কমিশন পিএসসি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের জন্য ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পিএসসি।
আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে পিএসসির প্রতিক্রিয়া
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে পিএসসি জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস এবং নন-ক্যাডারসহ বিভিন্ন নিয়োগ–সংক্রান্ত জট নিরসনে পিএসসি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত তথ্য
গত ২৪ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ৮ মে থেকে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে পিএসসি‘র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পিএসসি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে পরিবর্তন না আনলেও, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। পরীক্ষার অন্যান্য নির্দেশনা এবং সময়সূচি যথাসময়ে পিএসসি‘র পক্ষ থেকে জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।