বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিএমডব্লিউ ব্র্যান্ড মানেই যেন আকাশছোঁয়া দাম। অনেকের ধারণা, শুধু উচ্চবিত্তরাই পারে তাতে হাতের ছোঁয়া লাগাতে। তবে এতদিন এমন ধারণা প্রচলিত থাকলেও মধ্যবিত্তের কথা ভেবে অবিশ্বাস্য এক সিদ্ধান্ত নিয়েছে বিএমডব্লিউ গ্রুপ অব ইন্ডিয়া। মাত্র চার হাজার ৭৫০ টাকা মাসিক কিস্তিতে বিএমডব্লিউ মোটরসাইকেল বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
গতকাল শুক্রবার হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের বিএমডব্লিউ ট্রেনিং সেন্টারে পর্দা উঠেছে ‘বিএমডব্লিউ জি ৩১০ আরআর’-এর। বুলেট ট্রেনের চেয়েও দ্রুতগামী এই মোটরসাইকেল মধ্যবিত্তের কথা ভেবেই তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিএমডব্লিউ গ্রুপ অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিক্রম পাওয়া।
নির্মাতাদের দাবি, শূন্য থেকে ৬০ মাইল পর্যন্ত প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে বুলেট ট্রেনের ৩৭ সেকেন্ড সময় লাগে। চিতাবাঘের খরচ হয় তিন সেকেন্ড সময়। সেখানে অ্যাক্সিলারেটর ঘুরিয়ে মাত্র ২.৯ সেকেন্ডে ৬০ মাইল প্রতি ঘণ্টা গতিতে পৌঁছে যাবে নতুন মোটরসাইকেল। যৌথভাবে এই মোটরসাইকেল তৈরি করেছে বিএমডব্লিউ মোটরর্যাড এবং টিভিএস মোটর কোম্পানি।
বিএমডব্লিউ মোটরর্যাডের এশিয়া রিজিয়নের প্রধান মার্কাস মুলার-জামব্রে বলেন, নতুন বিএমডব্লিউ মোটর সাইকেলের কোনো যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না। চেন্নাইয়ের কারখানাতেই তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবে ডাউন পেমেন্ট করে চার হাজার ৭১৫ টাকা মাসিক কিস্তিতে বিএমডব্লিউ মোটরসাইকেলের মালিক হওয়া যাবে।
তিনি আরও জানান, নতুন এই বাইকের দুটি সংস্করণ বাজারে এসেছে। একটি বিএমডব্লিউ জি ৩১০ আরআর, যার দাম তিন লাখ ৩৫ হাজার ৯৮৭ টাকা। আরেকটি বিএমডব্লিউ জি ৩১০ আরআর স্পোর্টস স্টাইল, এর দাম তিন লাখ ৫২ হাজার ৪৯১ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।