স্পোর্টস ডেস্ক : গোলাপি বলে ঐতিহাসিক ইডেন টেস্ট দেখতে একদিন আগেই সপরিবারে কলকাতা পৌঁছান মাশরাফি বিন মুর্তজা। এরপর দিবারাত্রির টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা দেখতে হাজির হন গ্যালারিতে। কিন্তু সেখানে পা রেখেই হতাশ টাইগার ওয়ানডে অধিনায়ক।

২৬ রানে চার উইকেট হারানোর পরই ইডেন ছেড়ে যান মাশরাফি। ম্যাচের দ্বিতীয় দিন আর মাঠেই আসেননি তিনি। আর নিজের হতাশার কথা তুলে ধরলেন এভাবে, ‘চার উইকেট পড়ে যাওয়ার পর বেরিয়ে গেছি। কী করব আর থেকে।’
ইডেনে টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ফরম্যাটে ১৯ বছর খেলার পর টাইগারদের কাছে এতটা বাজে ব্যাটিং আশা করে না দর্শক। মাশরাফিও বোধ হয় আরও ভালো কিছু দেখতে চেয়েছিলেন। যদিও পারফরম্যান্স নিয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।
উল্লেখ্য, টেস্ট ক্যারিয়ার ৩৬টি ম্যাচ খেলেছেন মাশরাফি। নিয়েছেন ৭৮টি উইকেট। গড় ৪১.৫২, ইকনোমি রেট ৩.২৪ করে। রান করেছেন ৭৯৭। ওয়ানডে খেলেছেন ২১৭ ম্যাচ। উইকেট শিকার করেছেন ২৬৬টি। সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট। বিপরীতে রান করেছেন ১৭৮৬। আর টি-টুয়েন্টিতে ৫৪ ম্যাচ থেকে নিয়েছেন ৪২ উইকেট। রান ৩৭৭। পাশাপাশি ক্যাপ্টেন হিসেবেও তিনি সফল। তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে বহু ঐতিহাসিক ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


