জুমবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতিতে বিদেশে বাংলাদেশের ২৪টি মিশনের চাহিদার ভিত্তিতে ৪ কোটি ৭৫ লাখ টাকা অর্থ বরাদ্দ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
Advertisement
এরমধ্যে লেবাননে ১৭ লাখ, ফ্রান্সে ২০ লাখ, লিবিয়ায় ১০ লাখসহ মোট ২১টি দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে বরাদ্ধ দেয়া হয়েছে। এই টাকা মূলত সে দেশে থাকা বাংলাদেশিদের জরুরী প্রয়োজন মেটানোর জন্য দেয়া হয়েছে।
প্রবাসীদের খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য প্রথম ধাপে এই টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।