নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মাত্র চার ঘণ্টায় একটি মামলার ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ ও আসামি গ্রেফতার শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ জুন) দুপুরে গ্রেফতার আসামি সজিব আকন্দকে (৩৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক। গ্রেফতার সজিব উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের তুমলিয়া গ্রামের বজর উদ্দিনের ছেলে।
ওসি মিজানুল হক জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় শনিবার সকাল ১০টার দিকে থানায় একটি অভিযোগ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. রমিজ উদ্দিনের আকন্দের মেয়ে মেহেরুন নেছা অভিযোগটি করেন। অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম মিয়াকে। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষ্যগ্রহণ শেষ আসামিকে গ্রেফতার করেন। মামলার চার্জশিট তৈরি করতে সর্বোচ্চ চার ঘণ্টা সময় লেগেছে। পরে দুপুর ২টার মধ্যে আসামিকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।