জুমবাংলা ডেস্ক: রাজধানীর বনানীতে আনন্দ টিভির ৭ তলা ভবনের দুই ও তিনতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স দেবাশীষ বর্ধন জানান, বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ওই ভবনে সকাল ৮টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি বলেন, দুপুর ১টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে । তবে ভেতরে প্রচণ্ড তাপ ও ধোঁয়া রয়েছে। ভেতরে আমাদের টিম কাজ করছে এখনো।
তিনি আরও বলেন, ভবনের ভেতরে সলিউশন, কাঠ, পিতল এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে প্রচুর হিট ও ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আনন্দ টিভির এক কর্মকর্তা জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে ৭ তলা এ ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়, যা পরে ভবনের তৃতীয় তলায়ও ছড়িয়ে পড়ে।
এ ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলাজুড়ে আনন্দ টিভির কার্যালয় বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, ভবনটির তিন তলায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। ওই গোডাউনে খেলাধুলার ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বানানো হতো। এগুলো মূলত মেটাল দিয়ে তৈরি করা হতো। আর এসব মেটালে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে। যার কারণে ভয়াবহ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়া আশপাশেও ছড়িয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



