নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা শুক্রবার (৪ জুলাই) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে।
বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজে ২৪৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ২২ হাজার ৪৫০ জন এবং নারী পরীক্ষার্থী ১৫ হাজার ৯৬৪ জন।
বাউবির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল এবং বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট।
বৃহস্পতিবার (৩ জুলাই) বাউবির তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক মো. খালেকুজ্জামান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।