আন্তর্জাতিক ডেস্ক : সন্তানের বিয়ের জন্য বাবা-মা সবসময় ভালো পাত্রপাত্রীর খোঁজ করেন এটাই স্বাভাবিক। সরাসরি ঘটকের কাছে যাওয়ার পাশাপাশি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে বিয়ের সম্বন্ধের খোঁজ করেন। আর ম্যাচমেকিং ওয়েবসাইট কিংবা অ্যাপ তো রয়েছেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ম্যাচমেকিংয়ের তথ্য। এক বাবা তাঁর মেয়ের জন্য ধনী ঘরের ছেলে খুঁজতে ঘটকের পেছনে ৩ লাখ রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন। এক নেটিজেনের একটি পোস্টে এই তথ্য জানা যায়।
এক্সে ভাইরাল ওই সোশ্যাল মিডিয়া পোস্টে জানা যায়, কোটিপতি পরিবারে পাত্র পেতে একটি ম্যাচমেকিং এজেন্সিকে ৩ লাখ রুপি দিয়েছিলেন মেয়ের বাবা। ওই পোস্টদাতা লিখেছেন, ‘আমার এক বন্ধুর বাবা ২০০ কোটির বার্ষিক টার্নওভার আছে, এমন পরিবারের ছেলের সঙ্গে মেয়ের সম্বন্ধ করবেন বলে ৩ লাখ রুপি ফি দিয়েছেন ঘটককে।’
এই পোস্ট দেওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় এক্সে। মুহূর্তের মধ্যে আড়াই লাখ মানুষ দেখেন পোস্টটি। অনেকে মজার কমেন্ট করেন। একজন লেখেন, ‘দারুণ ব্যাপার, ভালো মানের লিড পাওয়ার জন্য তিনি মোটা টাকা প্রিমিয়াম দিয়েছেন।’ আরেকজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, এমন অভিজ্ঞতা তাঁরও হয়েছে। তাঁর পরিবারেরই একজন আড়াই লাখ রুপি খরচ করেছেন ভালো পাত্রের জন্য। আরেকজন কমেন্ট করেন, ‘এটি খুবই স্বাভাবিক। ম্যাচমেকাররা পুরো বিয়ের খরচ থেকে নির্দিষ্ট পরিমাণ চার্জ নিয়ে থাকেন। ১ কোটি টাকা বিয়েতে খরচ হলে, ম্যাচমেকাররা পাবেন ১-২ লাখ টাকা।’
পরে ওই পোস্টদাতা কমেন্টের জবাবে জানান, তাঁর বন্ধুর বাবা নিজেও একজন কোটিপতি। তবে ওই পাত্রীর পরিচয় গোপন রেখেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।