
জুমবাংলা ডেস্ক: রংপুর বিভাগের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক ৪ লেনে উন্নীত করার কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনাজপুর জেলার উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
তিনি বলেন, এই জেলাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ১০৭ কিলোমিটার রাস্তা বর্তমানে ৩২ ফিট প্রস্থ যুগোপযোগী ও টেকসই পদ্ধতির রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণ ৮টি প্যাকেজে ৫ জন ঠিকাদার গত ২ বছরে নির্মাণ কাজের ৮০ ভাগ কাজ শেষ করেছে। এর মধ্যে রাস্তাটি প্রশস্ত করে উভয় পাশে ৫টি করে ১০টি রাস্তা বৃদ্ধি করে রাস্তার প্রশস্ত ৪২ ফিট উন্নত করতে সড়ক জনপদ অধিদপ্তর চলতি অর্থ বছর ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
রাস্তাটি সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন হলে এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করতে আর কোন সমস্যা হবে না বলে জানান শিবলী সাদিক।
দিনাজপুর সড়ক জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, মহামারীর কারণে নির্মাণ কাজ গত জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্মাণ কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।