বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দিন দিন বাড়ছে ই-বাইকের চাহিদা। আজ আমরা আপনাকে এমন একটি বৈদ্যুতিক বাইক সম্পর্কে বলব, যা মাত্র ২৩ পয়সায় ১ কিলোমিটার চলে। এই খরচ বাজারের যেকোনও পেট্রল চালিত বাইকের থেকে অনেক কম।
এই বাইকটির নাম জয় ই-বাইক মনস্টার। ভারতের বাজারে পাওয়া যাচ্ছে এই ই-বাইকটি। কোম্পানির দাবি, এই ইলেকট্রিক বাইকে ১ কিলোমিটারে যাওয়ার খরচ মাত্র ২৩ পয়সা। এটি এক চার্জে ৯৫ কি.মি. রেঞ্জ দিতে সক্ষম।
কোম্পানির দাবি অনুযায়ী, এই বাইক ১১৫ টাকায় মোট ৫০০ কি.মি. ড্রাইভিং রেঞ্জ দেয়। এতে রয়েছে 72 V, 39 AH লিথিয়াম আয়ন ব্যাটারি। বাইকটি 1500W DC ব্রাশলেস হাব মোটরে চলে।
জয় ই-বাইক মনস্টার সম্পূর্ণ চার্জ হতে ৫ থেকে ৫.৫ ঘণ্টা সময় নেয়। এর ব্যাটারি ফুল চার্জ দিতে ৩.৩ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
এই ইলেকট্রিক বাইকের সর্বোচ্চ গতি ৬০ কি.মি. প্রতি ঘণ্টা। এই ইলেকট্রিক বাইকের এক্স-শোরুমের দাম ৯৮,৬৬৬ টাকা।
বাজারে এলে এটি Komaki MX3, Komaki M-5 ও Revolt Motors RV 400 এর মতো বৈদ্যুতিক মোটরসাইকেলগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
সূত্র: এবিপি আনন্দ
নতুন ক্যামেরা প্রযুক্তি নিয়ে আসছে অ্যাপল, যে সুবিধা পাবেন আইফোন ব্যবহারকারীরা
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel