Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ৫০০ টাকা কেজিতে গরুর মাংস পাবেন ভোক্তারা
    অর্থনীতি-ব্যবসা জাতীয়

    ৫০০ টাকা কেজিতে গরুর মাংস পাবেন ভোক্তারা

    Sibbir OsmanJuly 6, 20233 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: বাড়তে বাড়তে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। উৎসব এলে তা ঠেকে ৯০০ টাকায়। গরুর মাংসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খাসি ও মুরগির দামও। এমন অগ্নিমূল্যের বাজারেও ৫৮০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে সাড়া ফেলেছেন বগুড়ার গাবতলীর মাংস ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে কালু কসাই। রমজানে রাজধানীর ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে ৬৪০ টাকায় গরুর মাংস বিক্রি করেও লাভের মুখ দেখেছেন খামারিরা। এমন পরিস্থিতিতে গরুর মাংসের দাম আসলে কত হওয়া উচিত– তার চুলচেরা বিশ্লেষণ করেছেন খামারিরা। দৈনিক সমকালের প্রতিবেদক জাহিদুর রহমান-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।

    তাঁদের দাবি, সিন্ডিকেটের কারণে বাড়ছে মাংসের দাম। হাতবদল হতে হতে ভোক্তার কাছে মাংস আসে বাড়তি দামে। সেই হাত ভেঙে দিয়ে তাঁরা সরাসরি সুলভ মূল্যে ভোক্তার কাছে মাংস তুলে দিতে চান। খামারিরা বলছেন, এতে সরকার নীতি-সহায়তা দিলে ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন গরুর মাংস। খাসির মাংসসহ ডেইরি পণ্যও বিক্রি করা যাবে কম মূল্যে।

    কম দামে গরুর মাংস বিক্রি ও লোকসান থেকে খামারিদের রক্ষায় এরই মধ্যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন। ডেইরি খাতের সবচেয়ে বড় এ সংগঠন মাংসসহ দুগ্ধজাত পণ্য পৌঁছে দিতে ঢাকায় ‘ফারমার্স মার্কেট’ চালুর বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) প্রস্তাবনাও দিয়েছে। এই কাজে ঢাকার অঞ্চলভেদে খামারিদের জন্য আলাদা মার্কেট বা স্টল বরাদ্দ ও সরকারের পৃষ্ঠপোষকতা চান তাঁরা।
    বাড়ল গরুর মাংসের দাম
    বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের দাবি, এর ফলে তৃণমূলের খামারিরা সরাসরি ফারমার্স মার্কেটে সাশ্রয়ী মূল্যে গরু ও খাসির মাংস, দুধ, পনির, ঘি, দইসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য বিক্রির সুবিধা পাবেন। এতে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে নিরাপদ পণ্য পাওয়ার পাশাপাশি খামারিরাও লাভবান হবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকেও মুক্তি পাবেন।

    ইউরোপসহ উন্নত বিশ্বের আদলে এই ফারমার্স মার্কেটের প্রস্তাবনা নিয়ে এরই মধ্যে সিটি করপোরেশনের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত সিন্ডিকেটের কারসাজির কারণে গরুর মাংসের দাম কমছে না। এই কারসাজির সঙ্গে মাংস ব্যবসায়ী, আমদানিকারক ও বিক্রেতারা জড়িত। এ ছাড়া পশুখাদ্যের অগ্নিমূল্য, পথে পথে চাঁদাবাজি, হাটে নির্ধারিত হাসিলের চেয়ে বেশি টাকা আদায় ও সরকারের তদারকি না থাকার কারণে মাংসের দাম বাড়ছে। অথচ কম দামে পশু বিক্রি করার পরও অভিযোগের তীর থাকে খামারিদের দিকে। মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এ জন্য দাম বাড়ার অপবাদ ঘোচাতে চান খামারিরা।

       

    বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন বলেন, ইউরোপসহ উন্নত বিশ্বে ফারমার্স মার্কেট রয়েছে। যেখানে কৃষক বা খামারিরা সরাসরি ফারমার্স মার্কেটে পণ্য সরবরাহ করেন। এখন গ্রামের খামার কিংবা বাজার থেকে ব্যাপারিরা পশু কিনে ঢাকায় পাঠান। দুই-তিন হাত বদল হওয়ার পর কসাইরা পশু জবাই করে বিক্রি করেন। এতে মাংসের দাম অনেক বেড়ে যায়। সরকারের সহায়তা পেলে কেজি ৫০০ টাকায় গরুর মাংস বিক্রি করা সম্ভব বলে মনে করেন তিনি।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, আমরাও খামারিদের উদ্যোগকে স্বাগত জানাই। তাঁদের উদ্যোগের সঙ্গে থাকবে ডিএনসিসি। এতে সুলভ মূল্যে সহজেই ভোক্তার হাতে নিরাপদ খাবার পৌঁছে দেওয়া যাবে। প্রাথমিকভাবে ঢাকায় ২০টি ফারমার্স মার্কেট চালু করতে সিটি করপোরেশনের সহায়তা চাওয়া হয়েছে।

    গবেষক ও কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, বিশ্বের উন্নত সব দেশেই খামারিরা সরাসরি বাজারে পণ্য বিক্রি করেন। ঢাকা শহরেও অনেক কৃষকের বাজার তৈরি করেছে সরকার। এতে নিরাপদ সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক ও ক্রেতা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেইরি খাতের খামারিদের জন্যও মার্কেট তৈরি করলে মাংসের বাজারে এর প্রভাব পড়বে।

    কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, মাংস ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়। সে সিন্ডিকেট ভাঙতে হবে। খামারিকে সরাসরি ভোক্তার হাতে পণ্য তুলে দেওয়া সুযোগ দিলে দুর্বল হয়ে পড়বে সিন্ডিকেট।

    ঢাকায় শোরুম খুলতে যাচ্ছে নাইকি ও অ্যাডিডাস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ৫০০ অর্থনীতি-ব্যবসা কেজিতে গরুর টাকা পাবেন ভোক্তারা মাংস
    Related Posts
    Jhoor

    সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

    October 3, 2025
    VUa

    এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

    October 3, 2025
    মাসুদ কামাল

    হাসিনাকে ফেরাতে এ সরকার যা যা করার তাই করছে— বিস্ফোরক মন্তব্য মাসুদ কামালের

    October 3, 2025
    সর্বশেষ খবর
    নুওয়ান্ধিকা সেনারত্নে

    বিশ্বকাপে শ্রীলঙ্কার জাতীয় সংগীত গেয়ে ভাইরাল কে এই শিল্পী?

    Japan Services PMI

    Japan Services PMI Hits 53.3 in September as Domestic Demand Offsets Factory Slump

    The Life of a Showgirl vinyl

    Taylor Swift’s ‘The Life of a Showgirl’ Vinyl Sells Out in Record Time

    Chevron refinery fire

    Massive Chevron Refinery Fire Erupts Near Los Angeles, Prompting Emergency Response

    জামায়াতের আমির নির্বাচন

    ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন

    Samsung Team Galaxy

    Samsung Team Galaxy Taps College Football Stars for New Foldable Phone Campaign

    Strictly Come Dancing bloopers

    Strictly Come Dancing Bloopers Reveal Hilarious Behind-the-Scenes Chaos

    Jhoor

    সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

    Ghost of Yotei

    Ghost of Yotei Altar of Reflections: A Complete Guide to All 33 Locations

    প্যারাসিটামল-

    দীর্ঘদিন প্যারাসিটামল খেলে যা ঘটবে আপনার শরীরে

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.