জুমবাংলা ডেস্ক: বুধবার (২৯ মার্চ) ৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির ঘোষণা দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভ্যানে নগরময় বিশালাকৃতির মাছটি প্রদর্শন করেন মাছ ব্যবসায়ীরা। বরিশাল-ভোলার সীমান্তবর্তী একটি চরের তরমুজ খেতে পাওয়া সাড়ে ১৪ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ এসেছে বরিশালের পাইকারি মাছ বাজারে। বরিশালের ১০জন পাইকারি ব্যবসায়ী ১ লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন খুচরা বিক্রির উদ্দেশ্যে।
সংশ্লিষ্টরা জানান, গত ৩ দিন ধরে বৃষ্টির কারণে নদীতে জোয়ারের সময় ভোলার বিভিন্ন চরের তরমুজ খেত পানিতে তলিয়ে যায়। ভাটায় পানি নেমে যাওয়ার পর তরমুজ রক্ষায় চাষিরা ক্ষেতে গেলে বিশালাকৃতির একটি ‘শাপলা পাতা’ মাছ দেখতে পায়। তাদের মতে বর্ষায় কালাবদর নদীর পানি বৃদ্ধির কারণে ‘শাপলা পাতা’ মাছটি ভেসে নদী তীরবর্তী চরের তরমুজ খেতে প্রবেশ করে। পানি কমে গেলে মাছটি খেতের মধ্যে আটকা পড়ে। গতকাল বিকেলে তারা মাছটি স্পীডবোটে বরিশালের পোর্ট রোড মাছের আড়তে নিয়ে আসেন।
তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় (৩৭০ টাকা কেজি দরে) মাছটি কিনে নেন পোর্ট রোডের ১০ ব্যবসায়ী। তারা ভ্যানে নগরময় মাছটি প্রদর্শন এবং মাইকিং করেন। বুধবার মাছটি পোর্ট রোড বাজারে ৫০০ টাকা কেজি দরে বিক্রির ঘোষণা দেন। পরে রাত ১২টার দিকে মাছটি কেটে টুকরা টুকরা করে বিক্রি করেনে বিক্রেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।