জুমবাংলা ডেস্ক : দুই হাজার পিস ইয়াবা। টেকনাফ থেকে চট্টগ্রামে পৌঁছে দিতে পারলেই পাওয়া যাবে ১০ হাজার টাকা।
এই লোভেই গত বুধবার সকালে টেকনাফের হ্নিলা থেকে পায়ে হেঁটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলো ইউনুছ এবং শাকেল নামের দুই কিশোর।
করোনা পরিস্থিতিতে সকল গণপরিবহন বন্ধ থাকায় কোথাও সিএনজি, কোথাও ট্রাক আর কখনো দীর্ঘ পথ হেঁটে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলো তারা। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে আনোয়ারা থানা পুলিশ আনোয়ারা তৈলারদ্বীপ সরকার হাট এলাকা থেকে এই দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফের হ্নিলা উপজেলার নুরজাহান বেগম নামের এক নারী ১০ হাজার টাকা দেয়ার লোভ দেখিয়ে দুই কিশোরের হাতে দুই হাজার পিস ইয়াবা চট্টগ্রামে পৌঁছানোর জন্য পাঠিয়েছেন। দুই কিশোর জানিয়েছে ওই নারী সম্পর্কে তাদের মামি হয়। মামির কথা শুনে এবং ১০ হাজার টাকা পাওয়ার লোভে টেকনাফ থেকে পায়ে হেঁটেই চট্টগ্রামের উদ্দশ্যে রওনা দেয় তারা।
কথা ছিলো চট্টগ্রামের কর্নফুলী থানার মইজ্জ্যার টেক এলাকায় এক ব্যক্তির কাছে প্রায় ৬ লাখ টাকা মূল্যের এই ২ হাজার ইয়াবা পৌঁছাতে পারলেই ১০ হাজার টাকা মিলবে।
তাই কোথাও যানবাহন আর কোথাও পায়ে হেঁটে বিভিন্ন জেলা উপজেলার পথ অতিক্রম করে তারা চট্টগ্রামের আনোয়ারা উপজেলাতে পৌঁছেও গিয়েছিলো। এই পথ অতিক্রম করতে তারা দীর্ঘ ৫০ কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটেছে।
তবে, গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে আনোয়ারা তৈলারদ্বীপ সরকার হাট যাত্রী ছাউনি থেকে দুই কিশোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি আরো জানান, গ্রেপ্তার দুই কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



