৫০ বছরের সংসার করার পর জয়াকে বিয়ে করার কারণ জানালেন অমিতাভ!

বিনোদন ডেস্ক: আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রেখা, জয়া ভাদুড়ি আর অমিতাভ বচন। তাদের নিয়ে এখনও বলি পাড়ায় যে মিথটি রয়েছে সেটি হলো এই তিন বলি অভিনয় শিল্পীর ত্রিকোণ প্রেম কাহিনী।

বিগ বি অমিতাভ যে জয়ার প্রেমেই প্রথম পড়েছিলেন এমন নয়। বলি পাড়ায় প্রবেশের আগে এক মারাঠি তরুণীর প্রেমে পড়েছিলেন অমিতাভ। কলকাতার একটি সংস্থায় চাকরি করার সময় চন্দ্রা নামে একটি মেয়ের সঙ্গে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে যায় অভিনেতার।

কিন্তু অজানা কারণে তাদের বিয়ে ভেঙে যায়। ভাগ্য পরীক্ষা করতে বলিউডে আসেন অমিতাভ। সেসময় হাজারো সুন্দরী অভিনেত্রীর মনেই ঝড় তুলতে পেরেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বলি অভিনেত্রী জয়াকেই বিয়ে করেন অভিনেতা।

১৯৭৩ সালের ৩-রা জুন বিয়ের পর্ব সেরেছিলেন বিগ বি ও জয়া। তাদের সম্পর্ক এখনও রয়েছে অটুট। সম্প্রতি অমিতাভের কাছে এর কারণ জানতে চান কৌন বানেগা কোড়পতিতে আসা এক প্রতিযোগী।

সেই প্রতিযোগীকে উত্তরও দেন অমিতাভ। জানান, জয়ার চুল দেখে প্রেমে পড়েছিলেন অমিতাভ। এক সঙ্গে কাজ করতে গিয়ে ভালো লাগা পরিণত হয় প্রণয়ে। যে প্রণয় বা প্রেম শেষমেষ বিয়ে পর্যন্ত গড়ায়।

জয়ার সঙ্গে বিয়ের পর বলি পাড়ায় গুঞ্জন উঠে, রেখার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ। যা জয়ার সংসারে ঝড় তোলে। তবে সে ঝড় শক্ত হাতে সামাল দিয়ে অর্ধ শত বছর সংসার টিকিয়ে রেখেছেন এ অভিনেত্রী।

সূত্র: নিউজ ১৮ বাংলা

ভক্তদের দুঃসংবাদ দিলেন রচনা ব্যানার্জি, ছেলেকে নিয়ে বিশেষ বার্তা