আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে যুক্তরাষ্ট্রের কুখ্যাত সিরিয়াল কিলারের লেখা সাংকেতিক এক চিঠির রহস্য উন্মোচিত হলো। ৫০ বছরেরও বেশি সময় পর তিনজন মিলে এই চিঠির সাংকেতিক ভাষার মর্ম উদ্ধার করেছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
এই তিন জন হলেন, ভার্জিনিয়ার সফটওয়্যার ডেভেলোপার ডেভিড ওরানচাক, বেলজিয়ামের কম্পিউটার প্রোগ্রামার জার্ল ভন আইক এবং অস্ট্রেলিয়ার গণিতবিদ স্যাম ব্লেক।
প্রতিবেদনে সিএনএন জানিয়েছে সাংকেতিক ভাষার ওই চিঠিতে লেখা ছিল, ‘আমাকে ধরার চেষ্টা করতে গিয়ে আপনারা বেশ আনন্দ উপভোগ করছেন বলে আশা করছি। আমাকে আটক করা হয়েছে দাবি করে টিভিতে যে ব্যক্তিকে হাজির করা হয়েছিল সেটি আমি নই। আমি গ্যাস চেম্বারের ভয়ে ভীত নই। কারণ এটি আমাকে দ্রুত স্বর্গে পাঠাবে। কারণ এখন আমার পক্ষে কাজ করার মতো পর্যাপ্ত দাস রয়েছে, স্বর্গে পৌঁছালে অন্য সবার কাছে কিছুই থাকে না বলে তারা মৃত্যুর ভয়ে ভীত থাকে। আমি ভয় পাই না। কারণ আমি জানি, স্বর্গীয় মৃত্যুতে আমার নতুন জীবন হবে সহজ।
জানা গেছে, ১৯৬৮ ও ১৯৬৯ সালের মধ্যে পাঁচটি সিরিজ হত্যাকাণ্ডের পর জোডিয়াক কিলার নামটি আলোচনায় আসে। পুলিশ আজও পর্যন্ত সেই হত্যাকারীকে চিহ্নিত করতে পারেনি এবং হত্যা রহস্যগুলো উন্মোচন করতে পারেনি। হত্যাকারী পুলিশের কাছে লেখা চিঠিতে নিজেই তার নাম দিয়েছিল জোডিয়াক।
১৯৭৪ সাল পর্যন্ত সে চিঠি লেখা অব্যাহত রেখেছিল। এসব চিঠিতে জোডিয়াক দাবি করেছিল, ৩৭ জনকে সে খুন করেছে। হত্যাকাণ্ডের প্রমাণের জন্য চিঠির সঙ্গে সে রক্তমাখা কাপড়ও পাঠিয়ে দিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।