৫০ মেগাপিক্সাল ও ৮ জিবি র্যাম নিয়ে সস্তায় ফোন আনলো রিয়েলমি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শক্তিশালী প্রসেসরের নতুন ফোন বাজারে আনল রিয়েলমি। যার মডেল রিয়েলমি ১০ ৪জি। কমদামি ফোন হলেও এর পারফরমেন্স ফ্ল্যাগশিপের মতোই। রিয়েলমি নতুন এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের স্যামপ্লিং রেট ৩৬০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষায় রয়েছে গরিলা গ্লাস ৫ প্রটেকশন।
এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র্যামের সঙ্গে দেওয়া হয়েছে ১২৮ জিবি স্টোরেজ। চাইলেই স্টোরেজ বাড়িয়ে নেওয়া সম্ভব।
ডুয়াল ক্যামেরার এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় রয়েছে বিশেষ নাইট মোড।
পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং।
ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.